বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তে তাপপ্রবাহের পূর্বাভাস। মার্চ মাসেই কার্যত ফুটছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। কলকাতা সহ নানান জেলার তাপমাত্রা হু হু করে বাড়ছে। এই আবহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস (Rainfall Alert) দিল আবহাওয়া দফতর। কবে কোন জেলা ভিজবে? ইতিমধ্যেই সামনে এসেছে সেই আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে?
খাতায় কলমে এখনও বসন্তকাল। তবে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে সেটা দেখে মনে হচ্ছে গ্রীষ্মের ইনিংস শুরু হয়ে গিয়েছে। প্রখর রোদে দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়। ফ্যান ছাড়া চলছে না একমুহূর্ত। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভ্যাপসা গরমের পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আজকের মতোই আবহাওয়া থাকবে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও তাপমাত্রার বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগে বড় খবর! তৃণমূলের ‘এই’ পদে শীঘ্রই রদবদল! হয়ে গেল বড় ঘোষণা
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ার বদল দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতা সহ একাধিক জেলা বৃষ্টিতে ভিজতে পারে। ফলে কমতে পারে গরমের তীব্রতা। আগামী ২০ মার্চ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর গরম অস্বস্তিকর আবহাওয়ায় বদল আসবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, আজ কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে। সর্বাধিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে। এরপর ১৭ থেকে ২২ মার্চ অবধি উত্তরের অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ২০ ও ২১ তারিখ দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গবাসী এই ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে বলে আশা করা হচ্ছে।