বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অল্পবিস্তর হয়েছে। বেলা গড়াতেই এবার সামনে এল বড় আপডেট। তিন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, পূর্বাভাস (Weather Update) দিল আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি (Rain) শুরু হবে। সকাল হতেই দেখা যায়, আকাশে মেঘের আনাগোনা। হুগলির কিছু কিছু এলাকায় যেমন সামান্য বৃষ্টি হয়েছে।
এবার হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২ থেকে ৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা (Rainfall Alert) রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টার মধ্যেই মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বুধেই স্বস্তির বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার মেগা আপডেট
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গেই বর্ষা নিয়েও বড় আপডেট দেওয়া হয়েছে।
বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। আবহাওয়াবিদদের অনুমান, এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করতে পারে। বুধবার সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। সেই সঙ্গেই বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় এবং গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। সকাল থেকে গরমের অস্বস্তি থাকবে। তবে বেলা যত গড়াবে, ততই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি একটু বেশি অনুভব হবে বলে জানানো হয়েছে।
এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, গত কয়েকদিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। যে কারণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে এখানে ঝোড়ো হাওয়াও বইতে পারে।