রেডি রাখুন ছাতা, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়

   

বাংলা হান্ট ডেস্ক: আর কতক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা? একদিকে যখন তুমুল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, সেই সময় দক্ষিণবঙ্গ পুড়ছে গরম আর তাপে। এরই মাঝে আইএমডি জানিয়েছে শীঘ্রই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রবেশ করবে বর্ষা (Monsoon)। লেটেস্ট উআইএমডি জানিয়েছে (Weather Update), আগামী ৪-৫ দিনের মধ্যেই ফের দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু অগ্রসর হতে শুরু করবে। তবে তার আগে পশ্চিমে আরও ৪৮ ঘণ্টা জারি থাকবে অস্বস্তি।

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি চরমে উঠেছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। রবিবার বিকেল থেকেই আবহাওয়ার বদল হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা, হাওড়া, হুগলি নদিয়া ছাড়া বাকি জেলাতে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবারও একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার অর্থাৎ ১৮ তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। টানা ভিজবে কলকাতা সহ সমস্ত জেলা।

weather 44

আরও পড়ুন: অপারেশন হল অভিষেকের, এখন কেমন আছেন তৃণমূল সাংসদ? সামনে এল মেডিক্যাল বুলেটিন

গত ৩১ মে বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে। তারপর থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরের একাধিক জেলায় মূলত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। আপাতত আরও পাঁচ দিন মতো ভারী বৃষ্টি চলবে উত্তরে। দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু গাঙ্গেও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর