বাংলা হান্ট ডেস্ক: এবার তোলপাড় করা বৃষ্টি শুরু রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৬ জুলাই অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলা কাঁপাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে আগামী কয়েক ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভাসতে চলছে বাংলার কয়েক জেলা।
আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে?
আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আগামী ৬ দিনের জন্যে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতে অধিকাংশ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ার জেরে তাপমাত্রার হেরফের হবে না। পাশাপাশি গুমোট ভাব রয়েছে জেলায় জেলায়।
এমনিতেই এখনও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। এরই মাঝে আবহাওয়া দপ্তর জানাল, আগামী সোমবারে পর থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কম দেখা যাবে দক্ষিণবঙ্গে। তার সাথেই তাপমাত্রা বাড়ারও আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ভরা এজলাসে হাউ মাউ করে কান্না! অবশেষে হাইকোর্টে সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক
ওদিকে উত্তরবঙ্গ (North Bengal) রীতিমতো ডুবতে বসেছে। জেলায় জেলায় ভারী বৃষ্টির তোলপাড়। আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কবার্তা। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট খানিকটা কমবে বলে পূর্বাভাস।