বাংলা হান্ট ডেস্ক: আজ রথের উৎসবে মাতোয়ারা সকলে। এর মাঝে বৃষ্টি এসে হাজির হবে না তো? আবহাওয়া দপ্তরের পূর্বাবাস অনুযায়ী আজ যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তেমনি কিছুটা চড়তে পারে পারদও। আজ শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে। যা সামান্য বেশি।
ভিজবে কোন কোন জেলা?
রথের দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ।
আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলায়। আজ তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে শহরে। রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ ভারী বৃষ্টি না হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। বজ্রপাত ও ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আরও পড়ুন: অভিষেকের এক ফোনেই হল কাজ! নড়েচড়ে বসল পুরসভা, সমস্যা সমাধানে শুরু অ্যাকশন
উত্তরবঙ্গে টানা বৃষ্টির পর আজ সামান্য কমেছে দাপট। যদিও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্য জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে।