বাংলা হান্ট ডেস্ক: লক্ষীবারে ভিজেছে রাজ্যের বহু জেলা। রাজ্যজুড়ে উত্তপ্ত আবহে আজ ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather)। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর নিম্নচাপের জেরে আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে রাজ্যের একাধিক জেলায়। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা। মোটের উপর আজ দুই বঙ্গের অধিকাংশ জেলায় কম-বেশি ভিজবে।
দক্ষিণে ভারী থেকে অতিভারী বৃষ্টি!
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। শুক্রবার হুগলি, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যদিও এই সব জেলার সমস্ত অংশে ভারী বৃষ্টি হবে না।
এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রে। আজ বৃষ্টি বাড়বে মহানগরীতেও। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। যেসব জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে সেগুলি হল হাওড়া,দুই চব্বিশ পরগনা।
এদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। শুক্রেই শেষ নয়। সপ্তাহন্তেও ভিজবে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু অংশে। এরপর রবিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:মনের মত চাকরি পেতে চান! প্রতিদিন সকালে উঠে করুন এই কাজ, দেখবেন সাফল্য আপনার দুয়ারে হাজির!
উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলছে। এদিনও বৃষ্টি হবে। শুক্রবার বাড়বে পারে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায়। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।