বাংলা হান্ট ডেস্ক: এখনও পর্যন্ত ভারী বৃষ্টি সেভাবে হয় নি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। হালকা থেকে মঝারি বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। যদিও গরম থেকে রেহাই নেই। জ্বালা ধরা তাপ রয়েইছে। এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও (Kolkata)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
টানা সাত দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৭ জুলাই অর্থাৎ টানা সাত দিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে নিম্নচাপ সৃষ্টি হলে ভালো বৃষ্টি শুরু হবে। মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবার দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) রয়েছে টানা বর্ষণের পূর্বাভাস।
আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। রোজই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি না হওয়ায় গুমোট গরম বজায় রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছে। যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি।
আরও পড়ুন: অবশেষে নিয়োগ দুর্নীতির ‘পর্দাফাঁস’! হাইকোর্টে ‘মূল’ হোতার নাম জমা দিল পর্ষদ, বিপাকে তৃণমূল
ওদিকে রোজকার মতো আজও বৃষ্টিভেজা উত্তরবঙ্গ। সকাল থেকেই দফায় দফায় চলছে তাণ্ডব। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উপরের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকালও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এ।