বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। যার জেরে আগামী দু-তিন দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ (Low Pressure) বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর জেরে সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে শনিবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। রবিবার আরও বাড়বে বৃষ্টি।
ছুটির দিনে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। এরপর সোমবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতায় (Kolkata) আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২১ জুলাই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: কোন হেভিওয়েটের কথায় নষ্ট হয়েছিল OMR? নিয়োগ দুর্নীতিতে বড় নাম সামনে আনল বোর্ড
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে।