AI-র মাধ্যমে ছবি বিকৃতির অভিযোগ! বড় পদক্ষেপ নিলেন রাজন্যার স্বামী প্রান্তিক

Published on:

Published on:

Rajanya Haldar husband takes a big step.

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কসবা ল’কলেজের গণধর্ষণের ঘটনায় সমগ্র রাজ্যজুড়েই চলছে জোর চর্চা। এদিকে, ওই ঘটনার প্রথম থেকেই রাজনৈতিক তরজাও জোরকদমে চলছে। কারণ, ওই গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে জানা গিয়েছে। এদিকে, এই ঘটনার পরেই তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar) তাঁর দল এবং সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে মুখ খুলেছেন।

পুলিশের কাছে অভিযোগ জানালেন রাজন্যার (Rajanya Haldar) স্বামী:

এমনকি, তিনি (Rajanya Haldar) এটাও অভিযোগ করেছেন যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI ব্যবহারের মাধ্যমে রাজন্যার নগ্ন ছবি ছড়িয়ে দিয়েছেন তাঁরই দলের কিছু কর্মী। এমতাবস্থায়, রাজন্যা দাবি করেছেন এই বিষয়টির পরিপ্রেক্ষিতে তিনি একাধিকবার নেতৃত্বের কাছে বলার চেষ্টা করলেও তা কার্যত গ্রাহ্য হয়নি। এমনকি, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতেও পারেননি বলে জানিয়েছেন।

Rajanya Haldar husband takes a big step.

এমতাবস্থায়, এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের আরেক সাসপেন্ডেড নেতা তথা রাজন্যার (Rajanya Haldar) স্বামী প্রান্তিক চক্রবর্তী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, AI ব্যবহার করে তৃণমূলেরই এক কর্মী রাজন্যার বিকৃত ছবি ছড়িয়েছেন। যার ফলে রাজন্যার সামাজিক পরিচয় এবং মান সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন: নিজের মেয়েকে পরপর ৩ টি গুলি….বাবার হাতে “খুন” টেনিস খেলোয়াড় রাধিকা যাদব

প্রসঙ্গত উল্লেখ্য যে, কসবা গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত মনোজিতের কুকীর্তির কথা প্রকাশ্যে আসার পরেই রাজন্যা (Rajanya Haldar) এবং প্রান্তিক সরব হয়েছেন। রাজন্যা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিকৃত ছবির প্রসঙ্গটি উপস্থাপিত করেছেন। এদিকে, এই অভিযোগ তোলার পরেই তাঁকে একের পর এক কটাক্ষের সম্মুখীনও হতে হচ্ছে।

আরও পড়ুন: বালোচিস্তানের ১৭ টি সামরিক ঘাঁটিতে হামলা! পাকিস্তানের ঘুম ওড়াল BLF, চরম “টেনশন”-এ মুনির

ইতিমধ্যেই কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম থেকে শুরু করে ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং তৃণমূল কাউন্সিলার জুঁই বিশ্বাস রাজন্যাকে পাল্টা আক্রমণ করেছেন। এমনকি, রাজন্যা (Rajanya Haldar) যে ব্যান্ডের সদস্যা ছিলেন সেই ব্যান্ডের আরেক সদস্যা বৈশালী দত্তগুপ্তও রাজন্যার সমালোচনা করেছেন। পাশাপাশি, বৈশালী অভিযোগ করেছেন যে আরজি কর কাণ্ডের পর ওই আবহে একটি সিনেমা তৈরি করেন রাজন্যা। সেক্ষেত্রে তিনি দলের কাছ থেকে কোনও অনুমতি নেননি। যার ফলে তাঁকে পরবর্তীকালে সাসপেন্ড করা হয়। আর ওই বিষয়টিই রাজন্যা মেনে নিতে না পেরে এখন এহেন অভিযোগ সামনে আনছেন বলেও দাবি করেছেন বৈশালী।