বাংলা হান্ট ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে রাজস্থানের (Rajasthan) হিজাব বিতর্ক (Hijab Controversy)। হিজাব বিতর্ক নিয়ে বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্যের বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের বিক্ষোভের পর গর্জে উঠেছে ভজনলাল সরকারের মন্ত্রী ডক্টর কিরোদিলাল মীনাও। এই প্রসঙ্গে তিনি বিধায়ক আচার্যের যুক্তিকেই সমর্থন জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারও এই প্রসঙ্গে শিক্ষা দফতরের কাছে রিপোর্ট চেয়েছেন।
এইদিন ক্যাবিনেট মন্ত্রী ডক্টর কিরোদিলাল মীনা হিজাব নিষিদ্ধের দাবিকে সমর্থন করে জানিয়েছেন, তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ভজনলালের সাথে কথা বলবেন। ক্যাবিনেট মন্ত্রী কিরোদিলাল মীনার কথায়, ‘সব স্কুলে একই ধরণের ড্রেস কোড থাকতে হবে। যারা হিজাব সমর্থন করে তারা চায়না যে, মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষিত হোক।’
মন্ত্রীর আরও সংযোজন, ‘মুসলমানদের ডিএনএ হিন্দুস্তানি। মুঘল হানাদারদের সঙ্গে হিজাব ও বোরখা ভারতে এসেছিল। বর্তমানে মুসলিম দেশগুলোতেও অনেক জায়গায় হিজাব নিষিদ্ধ।’ প্রসঙ্গত উল্লেখ্য, জয়পুরে হিজাব নিয়ে বিতর্কের পর গত সোমবার মুসলিম ছাত্রীরা সুভাষ চক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সেই সাথে ছাত্রীদের পরিবারের সদস্যসহ মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : সাগরে দাপট ভারতীয় নৌসেনার! ২৪ ঘণ্টার মধ্যে জলদস্যুদের হাত উদ্ধার দু’দুটি জাহাজ সহ ১৯ পাকিস্তানি
পরিস্থিতি হাতের বাইরে যেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। এই বিষয়ে ছাত্রীদের ২ দিনের আশ্বাস দিয়েছে পুলিশ। স্কুলছাত্রীদের দাবি, হাওয়ামহলের বিধায়ক বালমুকুন্দ আচার্যকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। একইসাথে ছাত্রছাত্রীদের অভিযোগ, যে বিধায়ক তাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এসেছিলেন তাদের সঙ্গে হিজাব নিয়ে কথা বলেছেন। তারা এইসব সহ্য করবেনা।
আরও পড়ুন : ED-র ভয়ে পলাতক হেমন্ত সোরেন? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত বিদেশী বিলাসবহুল গাড়ি, গুরুত্বপূর্ণ নথি
এদিকে স্কুল পরিদর্শনের পর বিধায়ক বালমুকুন্দ আচার্য বলেন যে তিনি স্কুলে দুই ধরনের পরিবেশ দেখেছেন। একটি হিজাবে এবং অন্যটি হিজাব ছাড়া। বিধায়কের পর্যবেক্ষণ, ‘যদি স্কুলের ড্রেস কোড ঠিক করা থাকে তবে বাচ্চাদের তা অনুসরণ করা উচিত। যদি তা না হয়, তাহলে আমাদের শিশুরা বিভিন্ন রঙিন পোশাক বা লেহেঙ্গা চুন্নি পরে আসবে, তাহলে স্কুল চলবে কীভাবে?’ বিধায়কের এই মন্তব্যের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজস্থানের রাজ্য রাজনীতি।