বাংলাহান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) সিপিএম পার্টির (Communist Party of India) মধ্যেই ভাঙ্গন ঘটতে শুরু করেছে। দলীয় এক বিধায়ক বলওয়ান পুনিয়াকে (Balwan Poonia) বরখাস্ত করা হল। তাঁর অপরাধ দলীয় নির্দেশ অমান্য করেছেন তিনি। সেই কারণে তাঁকে সোমবার থেকে আগামী ১ বছরের জন্য দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়েছে।
রাজ্য থেকে তিনটি আসনে আরএসের নির্বাচনে জয়লাভ করেছেন কংগ্রেসের কেসি ভেনুগোপাল এবং নীরজ ডাঙ্গি, এবং বিজেপির রাজেন্দ্র গহলোত। অপরদিকে পরাজিত হয়েছেন বিজেপির দ্বিতীয় প্রার্থী ওঙ্কার সিং লাখাওয়াত।
সূত্রের খবর
সুত্র মারফত জানা যায়, সিপিএম দল ১৯শে জুনের নির্বাচনে তার বিধায়ক বলওয়ান পুনিয়া এবং গিরধারী লালকে বিজেপির বিরুদ্ধে ভোট দেবার কথাও বলেছিল। কিন্তু বিধায়ক বলওয়ান পুনিয়া নিজের দলকে সমর্থন না করে কংগ্রেসকে ভোট দেয়। যার কারণে তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বরখাস্ত করা হয় বিধায়ককে
ভরদ্রা অঞ্চলের বিধায়ক বলওয়ান পুনিয়া কংগ্রেসকে ভোট দিলেও গিরধারী লাল কিন্তু দেয়নি। সেই কারণে দলীয় নির্দেশ অমান্য করার অপরাধে সিপিএম দিল তাঁকে আগামী এক বছরের জন্য দল থেকে বরখাস্ত করে দেয়। এমনকি তাঁর এই কাজের জন্য সাত দিনের মধ্যে একটি নোটিশ চেয়ে নির্দেশিকাও জারী করা হয়েছে।
বিধায়কের বক্তব্য
বিধায়ক বলওয়ান পুনিয়া জানিয়েছেন,”দল আমাকে এক বছরের জন্য বরখাস্ত করেছে এবং আমি যা করেছি, তার ব্যাখ্যাও চেয়েছে। আমার আচরণকে অমান্য বলে মনে করেছে আমাদের দল। কংগ্রেসের পক্ষে আমার সমর্থন ছিল, তাই আমি তাঁদের ভোট দিয়েছি। তবে আমি কীভাবে জানব যে, বিজেপির প্রার্থী কত ভোট পেয়েছেন’।
নির্বাচনের ফলাফল
২০০ টি আসনের মধ্যে ১৯৮ টিতে নির্বাচন হয়েছে। বাকি দুটির একটিতে গিরধারী লাল নির্বাচনে অংশ নেননি এবং কংগ্রেসের ভানভরলাল মেঘওয়াল হাসপাতালে রয়েছেন। ১৯৮ টি ভোটের মধ্যে কংগ্রেস পেয়েছে ১২৩ টি ভোট এবং বিজেপি পেয়েছে ৭৪ টি ভোট।