এই মুহূর্তের বড় খবর! বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগে রাজ্যে মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। তিনি ইতমধ্যে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ইস্তফা দিতে। বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজই তিনি দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিতে পারেন বলে সুত্রের খবর।

অনেকদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে কলকাতা অচল করে দেবেন বলেছিলেন। এরপর তিনি আচমকাই রাজ্যের মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন। উনি মন্ত্রীত্ব ছেড়েছিলেন ঠিকই, কিন্তু বিধায়ক পদ আর তৃণমূলের সদস্যতা ছাড়েন নি। কিন্তু আজ ষোলকলা পূর্ণ করে এই দুটি পদও ছাড়তে চলেছেন তিনি।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আমরা দাদা অনুগামী নামে কলকাতার বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছিল। তখন থেকেই ওনাকে নিয়ে চলছিল নানান জল্পনা। আর তিনি পদত্যাগ করে সেই জল্পনা আরও বাড়িয়ে দেন। সুত্রের খবর অনুযায়ী, ৩১ জানুয়ারি হাওড়ায় অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর