সিবিআই রাজীবের দ্বৈরথ চরমে! চক্রব্যূহ এর মধ্যে থাকা রাজিব কি জানালো ই-মেইলে?

 

অমিত সরকারঃ আইনি পরামর্শ নিতে আইনজীবী ওয়াইজে দস্তুরের বাড়িতে যান তদন্তকারীরা। সেখানে দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক। বেরিয়ে যাওয়ার সময় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা রাজীব কুমারকে নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি। বলেছেন, কাগজপত্র খতিয়ে দেখা হবে। আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।বিকেলে সিবিআই-কে ইমেল পাঠান রাজীব কুমার। ইমেলে স্ত্রীর অসুস্থতার জন্য একমাস সময় চান তিনি।

সূত্রের খবর, তাঁকে সময় দেওয়া হচ্ছে না সিবিআইয়ের তরফে।জানা গিয়েছে, রাজীব কুমার ছুটিতে রয়েছেন। সম্ভবত কলকাতাতেই রয়েছেন তিনি।

IMG 20190915 114219 1

প্রসঙ্গত উল্লেখ্যগ্রেফতারির উপরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করেছিলেন রাজীব ঘোষ। তাঁর আবেদন নাকচ করে বিচারপতি মধুমতী মিত্র জানান, আদালত রক্ষাকবচ দিলে তা সিবিআই তদন্তের ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। এতে মামলাকারীর মৌলিক অধিকার খর্ব করা হবে। এই কারণেই সে পথে আর হাঁটবে না হাইকোর্ট।

রাজীব কুমারইস্যু সিবিআইয়ের কাছে মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার কলকাতার দফতরে এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘সিবিআইয়ের গ্রেফতার করার অধিকার আছে। সিবিআইএবং রাজীব কুমারের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে তাতে তাঁকে গ্রেফতার করা অসম্ভব কিছু নয়।’


সম্পর্কিত খবর