বাগদান, সঙ্গীত সেরেমনি শেষ, আজই বিয়ের পিঁড়িতে বসছেন রাজকুমার-পত্রলেখা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গোপন রাখার অনেক চেষ্টা করেও শেষমেষ প্রকাশ‍্যে এসেই গেল রাজকুমার রাও (rajkummar rao) এবং পত্রলেখার (patralekhaa) বিয়ের তারিখ। ১৫ নভেম্বরই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে এমনি খবর মিলেছে। ইতিমধ‍্যেই মুম্বই থেকে তারকা ব‍্যক্তিত্বরা চণ্ডীগড় পাড়ি দিতে শুরু করেছেন।

১৩ নভেম্বর বাগদান অনুষ্ঠান সারেন রাজকুমার পত্রলেখা। সাদা থিমের উপরে সেজে হয়েছিল অনুষ্ঠান। সাদা শেরওয়ানিতে দেখা মিলেছে রাজকুমারের। একই রঙের গাউনে সেজেছিলেন পত্রলেখা। সকলের সামনে হাঁটু মুড়ে বসে হবু স্ত্রীকে প্রোপোজ করেন তিনি। তারপর গানের তালে একসঙ্গে নাচতে দেখা যায় দুজনকে।


১৪ নভেম্বরও একই থিমে সেজে উঠেছিল মেহেন্দি ও সঙ্গীতের আসর। জানা যাচ্ছে, চণ্ডীগড় শহর থেকে দূরে একটি বন সংরক্ষণ অঞ্চলে সাত তারা হোটেলে বসবে রাজকুমার পত্রলেখার বিয়ের আসর। ইতিমধ‍্যেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন ফারাহ খান, হুমা কুরেশি, সাকিব সালিম, অদিতি রাও হায়দারি, ‘স্ত্রী’ পরিচালক অমর কৌশিকরা। শোনা যাচ্ছে, সস্ত্রীক আয়ুষ্মান খুরানাও আসতে পারেন রাজকুমার পত্রলেখার বিয়েতে।

বরাবরই সম্পর্কটাকে প্রকাশ‍্যে রেখেছেন রাজকুমার পত্রলেখা। দশ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। সোশ‍্যাল মিডিয়ায় ভর্তি যুগল ছবিতে। রাজকুমারের অভিষেক ছবি ‘সিটি লাইটস’এ পত্রলেখার সঙ্গে প্রথম সাক্ষাৎ তাঁর। তখনি প্রেম।


তার আগে অবশ‍্য লভ সেক্স অউর ধোঁকা ছবিতে রাজকুমারকে দেখে ভাল লেগেছিল পত্রলেখার। সিটি লাইটসে একসঙ্গে কাজ করেছেন দুজনে। আগে শোনা গিয়েছিল জয়পুরে বিয়ে হচ্ছে তাঁদের। কিন্তু সম্প্রতি শোনা যায়, চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠান হবে রাজকুমার পত্রলেখার।

সম্পর্কিত খবর

X