নির্বাচনের ফল যাই হোক না কেন, দেশজুড়ে এনআরসি চালু করতে বিজেপির তত্পরতা বুঝিয়ে দিলেন রাজনাথ

বাংলা হান্ট ডেস্ক : একের পর এক রাজ্য হারাতে হচ্ছে বিজেপিকে। উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাত কিংবা কর্নাটক ও মহারাষ্ট্র সবেতেই বিজেপির ছক্কা হাঁকানোর বদলে জিরো ফলাফল কার্যত সকলেরই জানা, এমনকি পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনে বিজেপির গো হারান হার হয়েছে ।

আর এই হারের পিছনে এনআরসি কে দায়ী করেছে বিজেপি, তবে ভোটের ফলাফল যাই হোক না কেন দেশ জুড়ে বিজেপি সরকার এনআরসি চালু করতে বদ্ধপরিকর তা এক প্রকার বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ জানিয়েছেন, দেশের বৈধ নাগরিক আর অনুপ্রবেশকারীদের জানার অধিকার দেশবাসীর রয়েছে তাই প্রতিটি রাজ্যেই এনআরসি লাগু হবে।871734 rajnath singh

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন কোনও রাজনৈতিক দল যদি এনআরসি চালু করাকে সাম্প্রদায়িক বলে তাতে কিছুই আসে যায় না। কয়েক কদম এগিয়ে রামমন্দিরের প্রসঙ্গ তুলে তিনি জানান যখন রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন সবাই এসেছিল কিন্তু আজ সেই রাম মন্দির খোলা হচ্ছে।

উল্লেখ্য চলতি বছরের আগস্ট মাসে অসমে জাতীয় নাগরিক পঞ্জি চূড়ান্ত তালিকা প্রকাশ হয় আর সেই তালিকা থেকে 19 লক্ষ্য বাদ পড়া নাগরিকদের মধ্যে অনেকেই হিন্দু ছিল। অসমের এনআরসি তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করার ব্যাপারে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রীয় থেকে রাজ্য বিজেপি নেতৃত্বরা আর তাই বিধানসভা উপনির্বাচনে এই এনআরসি চালু করার ব্যাপারে হুঁশিয়ারি প্রভাব ফেলেছে বলে দাবি করেছেন অনেকেই।

ad

সম্পর্কিত খবর