শাড়ি পরে, বিনুনি বেঁধে বৃহন্নলার সাজে ট্রেনে ঘুরছেন রাজপাল যাদব! ছবি শেয়ার হতেই ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরনে কমলা শাড়ি, লম্বা বিনুনির সঙ্গে বাঁধা ফুলের গজরা, ঠোঁটে জ্বলজ্বলে লিপস্টিক। রাজপাল যাদবের (Rajpal Yadav) শেয়ার করে ছবি দেখে চমকে গিয়েছিলেন সকলে। হঠাৎ বৃহন্নলার সাজে কেন ধরা দিলেন বলিউডের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা? ব‍্যাপারটা কী?

নেটনাগরিকদের উৎসুক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। আসলে এটি তাঁর আসন্ন ছবি ‘অর্ধ’ এর লুক। একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করছেন রাজপাল যাদব। ছবির পোস্টারে তাঁর প্রথম লুকের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার আগামী ছবি অর্ধ এর প্রথম লুক প্রকাশ‍্যে।’


ছবিতে দেখা যাচ্ছে ফুলছাপ কমলা রঙের একটি শাড়ি পরেছেন রাজপাল যাদব। বিনুনিতে গোঁজা ফুলের মালা। কাঁধে একটি গোলাপি রঙের ব‍্যাগ। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিচ্ছেন তিনি। ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করছেন রাজপাল যাদব। তবে প্রথমে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বইতে পা রেখেছিলেন তিনি। কিন্তু শেষমেষ একজন বৃহন্নলায় পরিণত হয় রাজপালের চরিত্রটি।

ছবিতে রয়েছেন রুবিনা দিলায়েক, হিতেন তেজওয়ানি ও কুলভূষণ খারবান্দাও। তবে তাঁদের অভিনীত চরিত্র সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরকার পলাশ মুচ্ছল। উল্লেখ‍্য এটাই তাঁর প্রথম পরিচালিত ছবি। বড়পর্দায় নয়, OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

বলিউডে বহুদিন ধরে রয়েছেন রাজপাল যাদব। মূলত কৌতুক চরিত্রেই বেশি অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর অভিনয় দক্ষতা বারে বারে মুগ্ধ করেছে সকলকে। ভুলভুলাইয়া, চুপ চুপ কে, ফির হেরা ফির, মালামাল উইকলি, ভাগম ভাগ, পতি পত্নি অউর ও, হাঙ্গামা টু এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। নতুন এবং ভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখার জন‍্য অপেক্ষায় অনুরাগীরা।

সম্পর্কিত খবর

X