বাংলাহান্ট ডেস্ক: মানুষকে হাসানোর মন্ত্র নিয়ে এসেছিলেন পৃথিবীতে। সবইকে কাঁদিয়ে বিদায় নিলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। তাঁর অসামান্য কৌতুক বোধ এবং স্বভাবজাত প্রাণখোলা মেজাজের জন্য আট থেকে আশি সবার কাছে জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৫৮ বছর বয়সে তাঁর অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না কেউই।
গত প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন রাজু। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির AIIMS এ ভর্তি হয়েছিলেন তিনি। মাঝে পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক হয়ে উঠলেও আচমকাই চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছিলেন রাজু। জ্ঞানও ফিরে এসেছিল তাঁর। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরা।
কিন্তু নিয়তি অন্য কিছুই লিখে রেখেছিল রাজুর জন্য। বুধবার সকাল ১০ টা ২০ নাগাদ প্রখ্যাত কৌতুকশিল্পীর মৃত্যুর খবর এসে পৌঁছাতে যেন স্তব্ধ হয়ে গিয়েছিলেষ সকলে। তারকা থেকে শুরু করে আমজনতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকবার্তা দিয়েছেন।
দেশের সবথেকে জনপ্রিয় কৌতুকশিল্পীদের মধ্যে একজন ছিলেন রাজু শ্রীবাস্তব। মৃত্যুর পর মানুষের তাঁর সম্পর্কে জানার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা ছিলেন রাজু। তবে জেনে অবাক হবেন, রাজু কিন্তু তাঁর আসল নাম ছিল না। তাঁর ভাল নাম ছিল সত্য প্রকাশ শ্রীবাস্তব।
ছোটবেলায় যখন সকলে বড় হয়ে চিকিৎসক, আইনজীবী বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, সেখানে রাজু ঠিক করে নিয়েছিলেন তিনি কৌতুকশিল্পী হবেন। ছোট থেকেই মিমিক্রিতে তুখোড় ছিলেন তিনি। সেই সঙ্গে করতেন অভিনয়ও। মাধুরী ও অনিলের ‘তেজাব’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রাজু।
পরবর্তীকালে শেখর সুমনের ‘দেখ ভাই দেখ’ শো, ‘শক্তিমান’, ‘বাজিগর’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতে অভিনয় করেছিলেন রাজু শ্রীবাস্তব। অংশ নিয়েছিলেন ‘নাচ বলিয়ে ৬’এও। এহেন রাজু একবার কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে কৌতুক করায় খুনের হুমকি পেয়েছিলেন পাকিস্তান থেকে। পরিবারের সদস্য, এমনকি তাঁর সেক্রেটারিকেও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। শেষে পুলিসের দ্বারস্থ হন রাজু শ্রীবাস্তব।
অত্যন্ত প্রতিভাবান রাজু এক সময় দেশের সবথেকে ‘দামী’ কৌতুকশিল্পী ছিলেন। সূত্রের খবর মানলে, প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন তিনি। স্টেজ শোয়ের পাশাপাশি সঞ্চালনা, বিজ্ঞাপন, রিয়েলিটি শো থেকেও উপার্জন করতেন রাজু। কানপুরে একটি বাড়ি রয়েছে তাঁর। ৮২ লাখ টাকার অডি এবং ৪৭ লাখ টাকার বিএমডব্লিউ রয়েছে রাজুর কাছে।