বাংলাহান্ট ডেস্ক: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন খ্যাতনামা কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। জিমে শরীরচর্চা করার সময়েই হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয় তাঁর। গুরুতর অসুস্থ হয়ে পড়তে হাসপাতালে ভর্তি করা হয় কৌতুকশিল্পীকে। দিল্লির এইমসে ভর্তি রয়েছে রাজু।
ঠিক কী ঘটেছে ঘটনাটা? জানা যাচ্ছে, এদিন হোটেলের জিমে শরীরচর্চা করছিলেন কৌতুকশিল্পী। হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। ট্রেডমিল থেকে নীচে পড়ে যান রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৌতুকশিল্পীর সহকারী সংবাদ মাধ্যমকে জানান, কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল রাজু। তাই তিনি দিল্লিতে ওই হোটেলে থাকছিলেন।
সকালে জিমে শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হন। দিল্লি এইমসে চিকিৎসা চলছে তাঁর। কৌতুকশিল্পীর শারীরিক পরিস্থিতিরও উন্নতি হচ্ছে বলে খবর। রাজু শ্রীবাস্তবের ভক্তদের আশ্বস্ত করে তিনি আর্জি জানিয়েছেন, কৌতুকশিল্পীর দ্রুত সুস্থতার কামনা করতে।
উল্লেখ্য, বিগত দু বছর ধরে বিনোদন জগৎ থেকে যে কটি মৃত্যুর খবর এসেছে তাদের মধ্যে অধিকাংশের নেপথ্যে রয়েছে হৃদরোগ। বাড়তে থাকা হৃদরোগের সমস্যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রৌঢ়রা আক্রান্ত হচ্ছেন হৃদরোগে।
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশন তথা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম কমেডিয়ানদের মধ্যে একজন রাজু শ্রীবাস্তব। একাধিক ছবি এবং টেলিভিশন শো তে কাজ করেছেন তিনি। স্টেজ শো দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রাজু। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে।
বিগ বস ৩, নাচ বলিয়ে ৬ সহ কমেডি নাইটস ঊইথ কপিলেও অংশ নিয়েছেন রাজু শ্রীবাস্তব। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন কৌতুকশিল্পী।