বাংলাহান্ট ডেস্ক : রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। এই নামটা শুনলেই আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে শেয়ার মার্কেটের অলিখিত এক রাজার ছবি। তিনি যে শেয়ারে হাত দেন সেই শেয়ারই সোনা হয়ে যায়। বছরের পর বছর ধরে স্বপ্নকে বাস্তবে পরিণত করার এক নাম হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা। এবার সেই রাকেশ ঝুনঝুনওয়ালা চরে বসলেন নতুন স্বপ্নের উড়ানে।
বিভিন্ন ইন্ডাস্ট্রির পাশাপাশি রাকেশ ঝুনঝুনওয়ালা সাম্প্রতিককালে পা রেখেছেন বিমান পরিবহন ব্যবসায়। সম্প্রতি আকাশা এয়ার নামক বেসামরিক পরিবহন সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। ৭২ টি বোয়িং ও ৭৩৭ টি ম্যাক্স বিমান কিনেছে আকাশা। সেই বিমান গুলির ডেলিভারি আজ সম্পন্ন হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ১৫ ই জুন বিমান গুলির প্রস্তুতকারী সংস্থা বোয়িং আমেরিকার সিয়াটোলে বিমানগুলির চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দেয় ঝুনঝুনওয়ালা সংস্থার হাতে।
আজ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিমানগুলির প্রথম ডেলিভারি করল প্রস্তুতকারী সংস্থা। “বোয়িং 373 ম্যাক্স” মডেলটি হল সংস্থার প্রথম বিমান। যে ৭২ টি বোয়িং ও ৭৩৭ টি ম্যাক্স বিমান কেনা হয়েছে সেগুলির মধ্যে আজই সেই বিমানের প্রথম ডেলিভারি হলো। গত বছর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বোইং কে বিমান তৈরি করার বরাত দিয়েছিল আকাশা। খুব দ্রুত তারা সেই দায়িত্ব পালন করে ফেলেছে। বিমানটি পেয়ে খুশি সংস্থা।
সংস্থার সিইও বিনয় দুবে জানিয়েছেন, “আমাদের প্রথম বিমান এসে পৌঁছেছে। এটি আমাদের সবার কাছে খুবই আনন্দের।” শেয়ার মার্কেটের শাহেনশা রাকেশ ঝুনঝুনওয়ালা স্বপ্নের উড়ান কেমন হয় এখন সেটাই দেখার।