অর্ধনগ্ন পোশাক পরে ‘আদিবাসী’দের অপমান! এফআইআর দায়ের হল রাখির বিরুদ্ধে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘আদিবাসী’দের পোশাক পরে অশ্লীল ভিডিও বানানোর জন‍্য বিপাকে পড়লেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিবাসীদের পোশাক নিয়ে হাসি, মশকরা করার জন‍্য পুলিসে এফআইআর দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর, ঝাড়খন্ডে এই অভিযোগ দায়ের হয়েছে রাখির বিরুদ্ধে। রাঁচির ST-SC পুলিস স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।

সমস‍্যা শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা রাখির একটি ভিডিও নিয়ে। ভিডিওতে একটি বেলি ডান্সিংয়ের পোশাক পরেছিলেন রাখি। নিজের সেই লুককে ‘আদিবাসী’ লুক বলে দাবি করেছিলেন তিনি। রাখির এই ভিডিও নিয়েই আপত্তি প্রকাশ করেছে ঝাড়খন্ডের কেন্দ্রীয় সারনা সমিতি।


তাদের অভিযোগ, অর্ধ নগ্ন পোশাক করে রাখি দাবি করেছেন ওটা নাকি আদিবাদী লুক। এভাবে আদিবাসী মহিলাদের অপমান করেছেন তিনি। যতক্ষণ না রাখি ক্ষমা প্রার্থনা করছেন ততক্ষণ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলবে। দরকার হলে হিংস্রতাও প্রদর্শন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সারনা সমিতি প্রধান। তবে এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি রাখি।

কিছুদিন আগেই একটি ঝাঁ চকচকে বিলাসবহুল বিএমডব্লিউ এক্স ১ গাড়ি নিয়ে শো অফ করতে দেখা যাচ্ছিল রাখিকে। গাড়িটি কিনতে হয়নি রাখিকে। উপহার হিসাবে পেয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে এই বিরাট খবর জানিয়েছেন রাখি। রাখি জানান, তাঁর দুই বন্ধু আদিল খান দুরানি এবং শেলি ল‍্যাদার এই বহুমূল‍্য গাড়িটি উপহার দিয়েছেন তাঁকে।

বহুমূল‍্যই বটে। কারণ বিএমডব্লিউ এক্স ১ গাড়ির মূল‍্য প্রায় ৪০ লক্ষ টাকা! কয়েক মাস আগে একটি গাড়ির শোরুমের সামনে রাখিকে ঘুরঘুর করতে দেখে পাপারাৎজি জিজ্ঞাসা করেছিল, তিনি কি কোনো নতুন গাড়ি কিনবেন?

উত্তরে রাখি আক্ষেপ করে জানিয়েছিলেন, তিনি তো আর সলমন খান নন যে বিলাসবহুল গাড়ি কেনার সামর্থ‍্য থাকবে। তাঁর কাছে ৬০ লাখ টাকা নেই বলে দাবি করেছিলেন রাখি। তিনি আরো বলেছিলেন, অটো রিক্সায় যাতায়াত করার মতো মাটির মানুষ তিনি। যে গাড়িটি তাঁর কাছে রয়েছে সেটা নিয়েই তিনি খুশি। তারপরেই এই বহুমূল‍্য উপহার!

সম্পর্কিত খবর

X