কোভিড আক্রান্ত রকুল প্রীত, কোয়ারেন্টাইনে যাওয়ার খবর জানালেন সোশ‍্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং (rakul preet singh)। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই নিজেকে কোয়ারেন্টাইন করেছেন অভিনেত্রী।

সোশ‍্যাল মিডিয়ায় রকুল করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছি। আমি নিজেকে যথেষ্ট বিশ্রামের মধ‍্যে রাখব যাতে আবার সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারি। যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করিয়ে নেবেন। ধন‍্যবাদ, সকলে সাবধানে থাকবেন।’

Rakulpreet
কিছুদিন আগেই মালদ্বীপে ভ‍্যাকেশনে গিয়েছিলেন রকুল। সপরিবারে সেখানে ছুটি কাটাচ্ছিলেন তিনি। আর মাঝে মাঝেই অনুরাগীদের জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন ছবি। বহুদিন পর বিকিনি অবতারে দেখা মিলেছিল রকুলের।

https://www.instagram.com/p/CJF_7j_hom4/?igshid=ay9b93k61vui

সেখান থেকে মুম্বই ফিরে সম্প্রতি ‘মে ডে’ ছবির শুটিং শুরু করেছিলেন রকুল। আগামী বেশ কয়েকটি ছবির প্রোজেক্ট রয়েছে তাঁর ঝুলিতে। সীমানার দু ধারের দু দেশের মধ‍্যে একটি প্রেম কাহিনি নির্ভর ছবিতে দেখা যাবে রকুলকে। তাঁর বিপরীতে থাকবেন অর্জুন কাপুর। এছাড়াও ছবিতে দেখা যাবে অদিতি রাও হায়দারি ও জন আব্রাহামকে। তবে এই ছবির নাম এখনো ঠিক হয়নি।

‘মে ডে’ ছবিতে একজন বিমান চালকের চরিত্রে দেখা যাবে রকুল প্রীতকে। থ্রিলার ড্রামাটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন অজয় দেবগণ। অমিতাভ বচ্চনও রয়েছেন এই ছবিতে। সবেমাত্র শুরু হয়েছে ছবির শুটিং।

https://www.instagram.com/p/CH11DjihAdS/?igshid=zzukw6h2bwej

প্রসঙ্গত, প্রথমে দক্ষিণী ছবিতে কাজ করলেও এখন বলিউডের ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সেই দৌলতে তাঁর ফ্যান ফলোয়িংও বাড়ছে হু হু করে। দিব‍্যা খোসলা কুমার পরিচালিত ‘ইয়ারিয়া’ ছবির মাধ‍্যমে বলিউডে অভিষেক করেন রকুল।

এরপর ‘আইয়ারি’ ও ‘দে দে পেয়ার দে’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। রকুলের অভিনয় প্রশংসিত হয়েছিল এই দুই ছবিতে। এছাড়া কন্নড়, তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও বেশ জনপ্রিয় তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর