বাংলা হান্ট ডেস্কঃ আজ রামনবমী (Ram Navami)। সকাল থেকেই বাংলার নানান প্রান্তে মিছিল বেরিয়েছে। রাম-ময় হয়ে উঠেছে রাজ্য। রামনবমীর প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছে না বিজেপি (BJP)। এই আবহে এবার দেড় কোটি হিন্দুকে পথে নামার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে মুখ খুলেছেন দিলীপ ঘোষ, সজল ঘোষের মতো গেরুয়া শিবিরের একাধিক নেতা।
রামনবমীতে বিস্ফোরক দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)!
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হিন্দু ভোটকে টার্গেট করে বাংলার হিন্দুদের এক করতে সচেষ্ট পদ্ম শিবির। রামনবমী নিয়ে একপ্রস্থ তরজার সাক্ষী থেকেছে বাংলা। এবার মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন পদ্ম নেতা সজল ঘোষ।
এদিন মধ্য হাওড়ার কদমতলায় রামনবমীর মিছিলে হাঁটেন বিজেপি নেতা। সেখান থেকেই তিনি বলেন, ‘মানুষের মনে দাঙ্গার বীজ বপন করে দেওয়া হয়েছে’। সেই সঙ্গেই অস্ত্র মিছিলের পক্ষেও সওয়াল করেন তিনি।
নাম না করেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে সজল (Sajal Ghosh) বলেন, ‘তোষণের রাজনীতি ওনার কাল হবে। প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না’। মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষও।
আরও পড়ুনঃ সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে চাকরি ফেরাতে হবে! সুপ্রিম কোর্টের নির্দেশে তোলপাড়
দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘রামের নামে মুক্তি। সকলে জয় শ্রী রাম বলুন। রামনবমী হলে অনেকের বুক দুরুদুরু করে। যাদের বুক দুরুদুরু করে তাঁরা যেন রাস্তায় না বেরোন। রামের ইচ্ছাতেই এই জাগরণ’।
অন্যদিকে দেড় কোটি হিন্দুকে পথে নামার ডাক দেওয়ার পাশাপাশি শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘এ তো সবে সকাল দশটা। রাত দশটার মধ্যে বাংলা দখল হয়ে যাবে’।
এদিকে রামনবমীর দিন যাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই কারণে আগেই পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছিল। গত ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল অবধি তাঁদের ছুটি বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সংবেদনশীল বলে চিহ্নিত ১০টি পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেট। সেই সব এলাকার দায়িত্বে রয়েছেন ২৯ জন আইপিএস।
বাইকে করে ছোট ছোট গলিতে নজরদারি চলবে। সেই সঙ্গেই বড় মিছিলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। আজ রবিবার হলেও রামনবমীর জন্য খোলা থাকছে নবান্ন। বিশেষ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। এই আবহে মুখ খুললেন শুভেন্দু (Suvendu Adhikari), দিলীপ সহ বিজেপির একাধিক নেতা। রাত দশটার মধ্যে বাংলা দখল হয়ে যাবে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।