বাংলা হান্ট ডেস্ক : রাম নবমী নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে একের পর এক এলাকা। হাওড়ার (Howrah) পর এবার হুগলিতেও (Hooghly) রাম নবমীর মিছিল ঘিরে সৃষ্টি হল উত্তেজনা। রবিবার হুগলির রিষড়াতে (Rishra) রাম নবমীর মিছিলে আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠছে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর গাড়ির সামনেও বোমা পড়েছে বলে দাবি করেন দিলীপবাবু।
গতকাল, রবিবার সন্ধ্যায় রিষড়ায় শান্তিপূর্ণ ভাবে এগোচ্ছিল রাম নবমীর মিছিল। হঠাৎ একটি ধর্মস্থানের সামনে রাম নবমীর মিছিল লক্ষ্য করে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। কিছুক্ষণ বাদে পড়ে বোমাও। এর পরই মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে। কিছুক্ষণের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। রাস্তার ওপর আগুন জ্বালিয়ে শুরু হয় অবরোধ।
দিলীপবাবু জানান, ‘মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। মিছিল লক্ষ্য করে হঠাৎই ইটবৃষ্টি শুরু হয়। তার পর বোমা পড়তে থাকে। আমার গাড়ির সামনেও বোমা পড়ে। পর্যাপ্ত পুলিস ব্যবস্থা ছিল না। তবে আমাদের পুলিসে ভরসা আছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিস সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় বিশাল বাহিনী। স্থানীয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বলেন, রাম নবমীর মিছিলে যারা অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই বাইরের লোক। অন্য জায়গা থেকে এসে অশান্তি করার চেষ্টা করছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিস কমিশনার নিজে ঘটনাস্থলে রয়েছেন।
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় এই প্রসঙ্গে জানান, ‘বেশিরভাগ বাইরের লোক। অন্য জায়গা থেকে এসে এলাকার অশান্তি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিস কমিশনারের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন।’ এই এলাকা অত্যন্ত শান্ত। এখানে অশান্তির ঘটনা কাম্য নয় বলেই জানান বিধায়ক।