বাংলাহান্ট ডেস্ক : ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আর্বিভাব তিথি ও মহা রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকল বাংলাদেশের (Bangladesh) ঢাকার রাজপথ। রবিবার রামনবমী উপলক্ষে ঢাকায় একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন শোভাযাত্রায়।
বাংলাদেশের (Bangladesh) ঢাকায় রামনবমীর শোভাযাত্রা
ইউনূস (Mohammad Yunus) সরকারের আমলে রীতিমতো প্রশ্নের মুখোমুখি হয়েছে বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি। গত কয়েক মাসে একের পর এক হামলার ঘটনা চিন্তায় ফেলেছে দিল্লিকেও। এমনকি সেদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের অন্যতম পরিচিত মুখ চিন্ময়কৃষ্ণ প্রভু এখনও কারাবন্দি।
আরও পড়ুন : মাঝ সমুদ্রে প্রাণ সংশয় পাকিস্তানি মৎস্যজীবীর! ভারতীয় নৌসেনার সহায়তায় বাঁচল প্রাণ
সবমিলিয়ে যখন রীতিমত আতঙ্কে দিন গুজরান হচ্ছে ওপার বাংলার হিন্দু ধর্মাবলম্বীদের, সেই সময়েই বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় সুবিশাল এই শোভাযাত্রা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রবিবার ঢাকার রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে দয়াগঞ্জ মোড় ঘুরে শোভাযাত্রার সমাপ্তি হয় জয়কালী মন্দির মোড়ে।
আরও পড়ুন : শিব সেনাকে চটিয়ে বিপাকে, FIR খারিজের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুণাল কামরা
সূত্রের খবর, এদিনের শোভাযাত্রার আগে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় রামসীতা মন্দির প্রাঙ্গণে। বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট ছিল সুবিশাল এই শোভাযাত্রার তত্ত্বাবধানের দায়িত্বে। বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারি গোস্বামী ও সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুরান ঢাকার বিভিন্ন অংশে বসবাসকারী সনাতনী হিন্দুরা যোগ দেন এই শোভাযাত্রায়।
কিছুদিন আগেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানায় আরএসএস। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠকেও মোদির (Narendra Modi) কথায় উঠে আসে ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ।
বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চলতি বছর রামনবমীর (Ram Navami) শোভাযাত্রা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জলঘোলা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে রবিবার কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুবিশাল রামনবমীর শোভাযাত্রার সাক্ষী থাকল ঢাকার রাজপথ। তবে কি মোদির সাথে ইউনূসের বৈঠকের পর সেদেশের সংখ্যালঘু নিরাপত্তায় বাড়তি জোর দিয়েছে প্রশাসন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।