২২ জানুয়ারি কালীঘাটে রামপুজো, বিশেষ শর্তে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট! মুখ পুড়ল রাজ্যের

বাংলা হান্ট ডেস্ক: অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ক্রমশ এগিয়ে আসছে। যার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমতাবস্থায়, আগামী ২২ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে সম্পন্ন হবে প্রাণ প্রতিষ্ঠার উৎসব। এদিকে, বিজেপি নেতৃত্বের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, ওই দিনটিতে নেতাদের নিজেদের এলাকায় কোনো মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার ছাড়াও, আয়োজন করতে হবে রামপুজোর।

এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশও প্রদান করা হয়। সেই নির্দেশকে প্রাধান্য দিয়েই কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে একটি ক্লাব পুলিশের কাছে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রামপুজোর আয়োজন করতে চেয়ে আবেদন জানায়। কিন্তু, তারপরে অভিযোগ উঠেছিল যে, পুলিশ সেক্ষেত্রে অনুমতি দিচ্ছে না। এরপরই রামপুজোর অনুমতি চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির মিডিয়া সেলের প্রধান তুষারকান্তি ঘোষ।

Ram Puja will be held at Kalighat on January 22

সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার পুজোর অনুমতি দিয়েছে আদালত। যদিও, পুজোর স্থান এবং সময়ের বিষয়টি সেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও, বিজেপির তরফে নির্দিষ্টভাবে যেখানে রামপুজো করতে চাওয়া হয়েছিল, সেখানে পুজো করার অনুমতি মেলেনি বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, বিজেপির তরফে প্রথমে কালীঘাটের ৬৬ পল্লী নেপাল ভট্টাচার্য লেনে রামপুজো করার জন্য অনুমতি চাওয়া হয়।

আরও পড়ুন: জঙ্গি ঘাঁটিতে Air Strike-এ ক্ষুব্ধ ইসলামাবাদ! এবার চটে গিয়ে ইরানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল পাকিস্তান

কিন্তু, রাজ্যের তরফে ওই জায়গাটিতে পুজোয় অনুমতি দিতে আপত্তি জানানো হয়। এক্ষেত্রে বলা হয় যে, রাস্তা আটকে পুজো করলে তাতে সাধারণ মানুষের সমস্যা হবে। এমতাবস্থায়, আদালত ওই রাস্তাটি বাদ দিয়ে পার্কে পুজো করার অনুমতি প্রদান করেছে। জানিয়ে রাখি যে, বিজেপির তরফে এই মামলাটি লড়েন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

আরও পড়ুন: সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষে আমেরিকা, ৯ নম্বরে পাকিস্তান! ভারতের স্থান জানলে অবাক হবেন

আদালতের নির্দেশ: এই প্রসঙ্গে বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী, কালীঘাটের দেশপ্রাণ শাসমল পার্কে আগামী ২২ জানুয়ারি বিজেপি রামপুজোর আয়োজন করতে পারবে। তবে, এক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। নির্দেশ অনুযায়ী, সারাদিন ধরে পুজো করা যাবে না। এমতাবস্থায়, আগামী ২২ জানুয়ারি সন্ধ্যে ৬ টা পর্যন্ত পার্কের একাংশে করা যাবে রামপুজো।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর