গরিব দিন মজুরের ছেলেকে টিকিট দিয়েছিল বিজেপি, হেভিওয়েট প্রার্থীর সাথে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন তিনি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলালে বিজেপি ১০৫ টি আসন জয় করে সবথেকে বড় দল হয়ে উঠে এসেছে। ১০৫ জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক হলেন রাম সাতপুতে (Ram Satpute)। উনি এবার মহারাষ্ট্রের মালশিরস আসন থেকে জয়ী হয়েছেন। ওনার জয় এইজন্যও গুরুত্বপূর্ণ, কারণ উনি খুবই সাধারণ ঘরের ছেলে। ওনার বাবা দিন মজুর। এই বার ওনাকে বিজেপি টিকিট দিয়েছে, আর উনি কড়া সংঘর্ষ করে এনসপি এর প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।

মালশিরস  আসন থেকে বিজেপির রাম বিট্টল সাতপুতে জয় হাসিল করেছেন। উনি ২৫৯০ ভোটে এনসিপি এর প্রার্থী উত্তমরাও শিবদাস জানকরকে হারিয়ে দেন। সাতপুতে বহুবছর ধরে সঙ্ঘের সাথে যুক্ত। এছাড়াও সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন। উনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছেন।

অষ্টি এলাকার বসিন্দা রাম সাতপুতে এবিভিপি এর প্রদেশ মন্ত্রী পদেও কাজ করেছেন। এরপর উনি বিজেপির যুব মোর্চাতে যুক্ত হন, উনি বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি পদে কাজ করেন। উনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ঘনিষ্ঠ বলে পরিচিত। ওনার বাবা বিট্টল সাতপুতে চিনি মিলে দিন মজুরের কাজ করেন।

একটি সাক্ষাৎকারে উনি বলেন, ‘আমার জন্য এই মুহূর্ত অনেক খুশির। একজন দিন মজুরের ছেলে বিধায়ক হয়েছে। এটা ঠিক তেমনই, যেটা একটা সিনেমায় বলা হয়েছিল এবার রাজার ছেলে রাজা হবে না। যে ক্ষমতা আছে সেই রাজা হবে।” রামের কাছে ১৬ হাজার টাকা ক্যাশ আর ৬৮ হাজার টাকা ব্যাংকে জমা আছে। ৩ লক্ষ ৬৫ হাজার টাকার দুই চাকার গাড়ি। সেগুলোর মধ্যে একটি বুলেট, তিনটি হন্ডা স্কুটার আছে। আর ৫ লক্ষ টাকার অলঙ্কার আছে।

সম্পর্কিত খবর

X