রামময় হল বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ  বাংলায় এদিকে বিজেপি তাদের শেষ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিতে ব্যস্ত, ওদিকে একসময়ের টিভি ধারাবাহিকের ( TV Serial ) অন্যতম চরিত্র রামায়নের ‘রাম’ অরুণ গোভিল ( Arun Govil ) যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন অরুণ।

বিশ্বরেকর্ড তৈরিকারী ধারাবাহিক এই রামায়ন ( Ramayan ) । একসময় যা দেখতে টিভি পর্দার সামনে ধূপধুনো নিয়ে বসে পড়তেন দর্শকরা। রামানন্দ সাগরের ১৯৮৭-র ধারাবাহিক “রামায়ণ”-এ ভগবান রামের চরিত্রে দেখা গিয়েছিল গোভিলকে। ভাল্মিকির রামায়ণ এবং তুলসীদাসের রামচরিতমানাস অবলম্বনে রচিত রামায়ণ মূলত ১৯৮৭-৮৮ সময়কালে প্রচারিত হয়েছিল।

arun govil 1616066288

গোভিল ১৯৭৭ সালে তারাচাঁদ বরজত্যা’র “পহেলি” দিয়ে বলিউডে ( Bollywood )  তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, যা তিনি “সাওয়ান কো আনে দো” এবং “সংঘাত কো আঁচ না” এর মতো হিট ছবি দিয়ে দর্শকমনে নিজের শক্তভিত্তি বজিয়ে রেখেছিলেন। এখন দেখার বিষয়, সিনেমা জগতের স্টার রাজনীতির ময়দানে তা কতটা বজিয়ে রাখতে পারেন।

উল্লেখ্য, আজই বঙ্গ বিজেপি ( Bengal BJP )  তাদের ১৪৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। গুঞ্জন ছিল, প্রার্থী হতে পারেন মুকুল রায় ( Mukul Roy ), রাজু বন্দ্যোপাধ্যায়। গুঞ্জন ছিল, শোভনের মান ভাঙানোর জন্য বেহালার পূর্ব থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। একপ্রকার সমস্ত গুঞ্জনকে সত্যি করেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ( BJP Candidate List )  প্রকাশ করল আজ।


সম্পর্কিত খবর