বিগ ব্রেকিং: মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন, অনুমোদন দিলেন রামনাথ কোবিন্দ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে এখনও অবধি রাজ্যে অচলাবস্থা অব্যাহত। যদিও কয়েকদিন আগে মহারাষ্ট্রের এক বিজেপি নেতা শীঘ্রই সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, তবে এ বারে বিজেপির সরকার গঠনে না বলার সত্ত্বেও মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন।

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কেশিয়াড়ির সুপারিশ মেনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন আর তার জেরেই মহারাষ্ট্রে অচল অবস্থার মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। ,39 বছর পর মহারাষ্ট্রে ফের জারি হল রাষ্ট্রপতি শাসন। বিজেপির সরকার গঠনে রাজি নয় ঘোষণার পর শনিবার বিজেপি শিবসেনা এবং এনসিপি কে সরকার গঠনের জন্য ডেকেছিল ভগত সিংহ কেশিয়াড়ি।

কিন্তু বৈঠকে কোনও সমাধান সূত্র না মেলায় কোনো দলের সংখ্যাগরিষ্ঠতার দাবি করতে পারেনি আর তার জেরে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য একটি শর্ত মেনে শিবসেনা ও বিজেপি জোট বেঁধেছিল কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে ফল প্রকাশের পরেই স্বমূর্তি ধারণ করে শিব সেনা তাই বিজেপিকে আড়াই আড়াই বছরের মুখ্যমন্ত্রী পদের দাবি তোলে।

কিন্তু নিজেদের অবস্থান থেকে অনড় থাকে বিজেপি আর তাতেই শিবসেনা অন্যান্য দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের হুঁশিয়ারি দেয় কিন্তু আদতে কোনও দলেরই সমর্থন না পেয়ে একাই থাকতে হল শিবসেনাকে। আর তাই রাজ্যে জারি হল রাষ্ট্রপতি শাসন।

সম্পর্কিত খবর

X