বাংলা হান্ট ডেস্ক : ধর্ষণ যেন দেশে মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন জায়গায় যেমন মহিলাদের যৌন হেনস্থা হতে হচ্ছে। ঠিক তেমনি বাড়ছে ধর্ষণের মতো নারকীয় ঘটনা। শুধু ধর্ষণই নয় নির্যাতিতাদের খুন অবধি করা হচ্ছে। ইতিমধ্যেই উন্নাও, নির্ভয়া ও হায়দেরাবাদ গণধর্ষন নিয়ে উত্তাল গোটা দেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলেও তাতেও যেন কিছুতেই অপরাধ কমছে না। আর এরই মধ্যে হায়দেরাবাদ গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনকে এনকাউন্টার করেছে পুলিশ। এবার ধর্ষণে প্রাণভিক্ষা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
পসকো আইনে অভিযুক্ত দোষীদের প্রাণভিক্ষা দেওযা তো দূরের কথা তাঁরা যাতে আবেদন না করতে পারে তার দিকে ব্যবস্থা নেওযা উচিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। পাশাপাশি সংসদের এই বিষযে পুনর্বিবেচনা করা উচিত বলেও জানান কোবিন্দ। রাজস্থানে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই মন্তব্য করে কার্য়ত দেশজুড়ে আবারও এক নতুন আশার বানী দিলেন তিনি। এমনিক আবেদন যাতে না করতে পারে তার জন্য কঠোর আবেদন করা উচিত বলেও জানান তিনি।
উল্লেখ্য, হায়দেরাবাদের এই ঘটনার পর কার্য়ত গোটা দেশ থেকে দোষীদের ফাঁসির দাবি, অঙ্গ কেটে নেওয়ার দাবি উঠেছিল। কিন্তু মামলা চলাকালীনই কার্যত মামলার নিষ্পত্তি হল। দোষীদের শাস্তিদিল স্বয়ং পুলিশই। শুক্রবার সকালে ঘটনা পুনর্নিমানের জন্য ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তদের এনকাউন্টার করে পুলিশ। আর এই ঘটনা ঘিরে তেলেঙ্গানা পুলিশের জয়ধ্বনি উঠেছে দেশে।
উল্লেখ্য, নির্ভয়া গণধর্ষণের চার অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই মুহুর্তে এক অভিযুক্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবদেন জানিয়েছে। যদিও তা কার্যকর হয়নি। তবে তা একপ্রকার ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি।