বগটুই কাণ্ডে নয়া মোড়! কুপিয়ে খুনের পর পেট্রোল ঢেলে আগুন, দাবি প্রত্যক্ষদর্শীদের

বাংলাহান্ট ডেস্ক : রামপুরহাটের বগটুই গণহত্যা কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঠিক কী হয়েছিল সেই রাতে, ধোঁয়াশা কাটেনি এখনও পুরোপুরি। তবে এবার সেই অভিশপ্ত রাত নিয়ে মুখ খুললেন মৃতদের পরিবারের সদস্যরাই। তাঁদের দাবি, প্রথমে কুড়ুল দিয়ে কুপিয়ে তারপর গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এই নারকীয় হত্যালীলার হাত থেকে রেহাই মেলেনি দুই শিশুরও।

তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পরই রণক্ষেত্রের চেহারা নেয় রামপুরহাটের বগটুই গ্রাম। আগুন লাগিয়ে দেওয়া হয় একের পর এক বাড়িতে। পুড়ে মৃত্যু হয় ২ শিশু সহ ১০ জনের। প্রথমে অনুমান করা হচ্ছিল সে ঘরে আগুন লাগার কারণেই পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের৷ কিন্তু এবার এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন নিহত মিনা বিবির ছেলের ভাসান শেখ।

ভাসান শেখের দাবি, তার এক ভাইপো এবং এক ভাগ্নি পুরো ঘটনাটিই নিজের চোখে দেখেছে। বাড়িতে হামলা করার আগে বোমাবাজি করে দুষ্কৃতিরা। সেই শব্দেই ভয়ে পালিয়ে গিয়ে বাড়ির বাইরে বাথরুমের ঝোপের পাশে লুকিয়ে ছিল দুজন। তারা দেখে যে মিনা বিবিকে প্রথমে মাথায় তারপর পেটে কোপানো হচ্ছে কুড়ুল দিয়ে। তারপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় দেহ।

কার্যতই একই অভিযোগ এনেছেন বড়শাল পঞ্চায়েতের তৃণমূল সদস্য নিউটন শেখ। তাঁর দাবি, প্রতিটি মানুষকে প্রথমে নারকীয় ভাবে কোপানো হয়েছে, তারপর বাড়িতে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পেট্রোল ঢেলে। এই সময় বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় বাড়ির দরজা যাতে প্রাণে বেঁচে থাকলেও কেউ পালিয়ে যেতে না পারে। অভিযুক্তদের নামও সামনে এনেছেন নিউটন। বলেন, ‘সব ঘটনার পিছনে রয়েছে পশ্চিমপাড়ার আপাং শেখ, নূর মহাম্মদ এবং লালন। এই লালনই সব কিছুর মাথা। লালন শেখ এখনও উত্তর ২৪ পরগনার এক পীরের বাড়িতে লুকিয়ে খুনের হুমকি দিচ্ছে।’

ভাদু শেখ যে খুন হতে পারে এই কথা আগেও তাঁরা অনুব্রত মন্ডলকে জানিয়েছিলেন বলেও দাবি করতে দেখা যায় এই তৃণমূল নেতাকে। তাঁর অভিযোগ, তোলাবাজি করতে গিয়েই খুন হতে হয়েছে ভাদুকে। তিনি বলেন এলাকায় গাড়ি থামিয়ে এমনকি জমির লেনদেন থেকেও তোলাবাজি করত ভাদু। সেই কারনেই খুন হতে হয়েছে। নিউটনের দাবি, শুধু জেলা নেতৃত্ব নয়, মুখ্যমন্ত্রী, আইসি, এবং এসডিপিওকেও বহুবার অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু কেউই পাত্তা দিতে চাননি তাঁরা কথায়। সেই অভি্যোগে যদি শীর্ষ নেতৃত্ব গুরুত্ব দিত তাহলে এই ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন ওই তৃণমূল নেতা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর