বাংলায় কে এমন অভিনেতা আছে যাকে গোটা দেশের দর্শক দেখবে? দক্ষিণের ‘আনন্দমঠ’ নিয়ে প্রশ্ন রানা সরকারের

বাংলাহান্ট ডেস্ক: মনের কথা স্পষ্ট ভাবেই বলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সে অন‍্যদের বিরুদ্ধে গিয়ে হলেও নিজের মতামত বদলান না তিনি। চিনেবাদাম বিতর্কে যশ দাশগুপ্তকে কটাক্ষ করা থেকে শুরু করে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়কে সমর্থন করা, একাধিক বার বিতর্কে জড়িয়েছেন রানা সরকার। কিন্তু মতামত প্রকাশ করতে ডরান না তিনি।

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‍্যায়ের উপন‍্যাস ‘আনন্দমঠ’ অবলম্বনে ছবি তৈরি হচ্ছে, এই খবর নিয়েই আপাতত চর্চা চলছে সিনে মহলে। বাংলা সাহিত‍্য থেকে রত্ন খুঁজে নিয়ে সিনেমা তৈরি করছে সাউথ, অথচ টলিউডে কেন হচ্ছে না এমন ছবি? এ প্রসঙ্গে নিজের মত ব‍্যক্ত করতে গিয়েই বিষ্ফোরক মন্তব‍্য করেছেন রানা সরকার।

Dev rana
চাঁচাছোলা ভাষায় তাঁর প্রশ্ন, বাংলায় এমন কে আছে যাকে সারা দেশের দর্শক দেখতে চায়? দক্ষিণ ভারতীয় ছবিটি বাংলা সহ পাঁচটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হবে। গোটা দেশ আরো একবার দেখবে দক্ষিণী ছবির বিশালতা। কিন্তু এই ছবিই যদি টলিউডে তৈরি হত তাহলে এমন কাউকে পাওয়া যেত না যাকে গোটা দেশের দর্শক দেখতে পারে, এমনটাই মন্তব‍্য করেছেন প্রযোজক।

একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ধরুন বাংলায় ‘আনন্দমঠ’ সিনেমা বানানো হবে ঠিক করা হলো, অন্য পাঁচটা ভাষায় ডাবিং করে সারা দেশে রিলিজ করা হবেও ঠিক হলো… বাংলায় কোন নায়ক বা অভিনেতা আছে যাকে নিয়ে সিনেমা বানিয়ে পাঁচটা ভাষায় ডাবিং করে সারা ভারতবর্ষের দর্শক দেখবে?’

তিনি আরো লিখেছেন, ‘দক্ষিণে প্রভাস আছে, আল্লু অর্জুন আছে, রামচরণ আরো দশজন নায়ক আছে যাদের ডাবিং ছবি দেখার জন্যও সারা দেশের দর্শক এখন অপেক্ষা করে… বাংলায় কে আছে এমন যাকে সারা দেশের দর্শক দেখতে চায়? নাম বলুন আর… ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।’

Rana 1
অনেকে রানা সরকারকে সমর্থন করেছেন, অনেকে আবার কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, জিতু কামালের ‘অপরাজিত’ বাংলার বাইরে বাংলা ভাষায় চলেছে। গল্প আর পরিচালনায় জোর দিন। আরেকজন কটাক্ষ করেছেন, ‘আপনি যাদের প্রচার করছেন তারাই আছে। প্রতীক আর সোনামণি। একজন বাংলার আল্লু অর্জুন আর অন্যজন রশ্মিকা মানদানা।’

আরেকজন লিখেছেন, ‘কোন ভাই আমাজান অভিযান কি ডাবিং হয় নি। আপনারা আগের মত আর চলচিত্র বানান না।৷৷ ৷  অঞ্জন চৌধুরীর মত সিনেমা তৈরি করুন। আর সনাতন ধর্মকে কটুক্তি মুলক সিনেমা বানাবেন না।নইলে বলিউডের মত অবস্থা টলিউডে ও হবে। বাংলার বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ তৈরি হবে দক্ষিণী মুভিতে, তাহলে আপনারা কি করছেন।’


Niranjana Nag

সম্পর্কিত খবর