ভোটের আগেই পদ্মশিবিরে ভাঙন! তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট BJP বিধায়ক, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ নারী দিবস উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মিছিল। উত্তর কলকাতার কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়েছে, যাবে ডোরিনা ক্রসিংঅবধি। এবার সেই মিছিলেই মিলল বড় চমক। বিজেপি বিধায়ক (BJP MLA) মুকুটমণি অধিকারীর (Mukut Mani Adhikari) দেখা মিলল এখানে। তাহলে কি এবার পদ্ম শিবিরে ভাঙন ধরালো তৃণমূল? শুরু হয়েছিল জল্পনা।

আজ মমতার নেতৃত্বে TMC-র মিছিলে হাঁটতে দেখা যায় রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণিকে। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিতেও দেখা যায় তাঁকে। এরপর থেকে ক্রমেই জোরালো হতে শুরু করে এই বিজেপি (BJP) বিধায়কের দল বদলের জল্পনা। অবশেষে তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি অধিকারী।

বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের (TMC) প্রাক্তন নেতা তাপস রায়। মূলত উত্তর কলকাতার দীর্ঘদিনের নেতা তিনি। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। আজ সেখান থেকেই শুরু হল তৃণমূলের মিছিল। এদিন মমতা, অভিষেকের পাশাপাশি মিছিলে দেখা গিয়েছে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে তাঁকেই ফের প্রার্থী করা হবে বলে খবর।

আরও পড়ুনঃ ‘এই ভোটেই দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়লগ্নের সূচনা হোক’, BJP-তে যোগ দিয়েই হুঙ্কার অভিজিতের

গতকাল তাপস রায়ের যোগদানের পর আজ কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি শিবিরে যোগদান করেন। এই আবহে তৃণমূলের মিছিলে (TMC Rally) হাঁটতে দেখা গেল রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ককে (Ranaghat BJP MLA)। ভোটের আবহে দলবদলের খেলায় বিজেপিতে টেক্কা দিচ্ছে তৃণমূল? মুকুটমণির দলবদলের পর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

এদিন মমতার মিছিলে মুকুটমণি অধিকারীর উপস্থিতি বেশ চমকপ্রদ, মত অনেকের। কারণ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী। সেই সভার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। মোদীর প্রশংসার পাশাপাশি সন্দেশখালির ঘটনা নিয়ে নিশানা করেছিলেন মমতাকে। তাহলে এই কদিনের মধ্যে কী এমন হল যে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিলেন? উঁকি দিয়েছে এই প্রশ্ন। নদিয়া জেলার রানাঘাটে মতুয়া ভোটের গুরুত্বের কথা কারোর অজানা নয়। শেষ লোকসভা ভোটে এখানে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। তবে একুশের বিধানসভা নির্বাচনে হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করে তৃণমূল।

mukut mani adhikari join tmc

এরপরেও একাধিকবার মতুয়া ভোটের দখল নিয়ে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পাশাপাশি সিএএ, এনআরসি ইস্যু নিয়েও চলেছে টানাপোড়েন। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী মতুয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ। এবার তাঁকেই দেখা গেল তৃণমূলের মিছিলে, ভোটের আগে দলবদল করলেন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে দেখা যাবে মুকুটমণিকে? শুরু হয়েছে জল্পনা। এছাড়া আজ তৃণমূলের মিছিলে উপস্থিত ছিলেন সন্দেশখালির মহিলারা। সাম্প্রতিক সময়ে একাধিকবার এই ইস্যুতে নিশানা করা হয়েছে মমতা এবং তৃণমূলকে। এবার সন্দেশখালির মহিলাদের তৃণমূলের মিছিলে উপস্থিতি দলের পাল্টা জবাব এবং রাজ্যের মহিলা ভোটারদের প্রতি বার্তা বলে মনে করছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর