ফের মাত্রা ছাড়াল ‘কমেডি’, বিশেষভাবে সক্ষমদের নিয়ে মন্তব্য, সুপ্রিম-কোপে রণবীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রণবীর এলাহাবাদিয়ার (Ranbir Allahbadia)। কয়েক মাস আগেই ‘বাবা মায়ের যৌনতা’ নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার। এমনই বিপাকে পড়েছিলেন যে আইন আদালত পর্যন্ত গড়িয়েছিল বিষয়টি। হু হু করে কমেছিল সাবস্ক্রাইবার। নতুন করে কামব্যাক করলেও কিছুদিন যেতে না যেতেই ফের নয়া বিতর্কে জড়িয়ে পড়লেন রণবীর (Ranbir Allahbadia)। এবারও তাঁর সঙ্গী স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়না।

ফের বিতর্কে জড়ালেন রণবীর এলাহাবাদিয়া (Ranbir Allahbadia)

বিতর্কের কেন্দ্রে ফের সেই ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। জানা যাচ্ছে, ওই বিতর্কিত শোয়ের একটি পর্বে অত্যন্ত অসংবেদনশীল ভাবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে রসিকতা করেছেন সময় সহ আরও কয়েকজন তারকা। তাঁদের মধ্যে অন্যতম নাম রণবীর এলাহাবাদিয়া (Ranbir Allahbadia)।

Ranbir Allahbadia again landed in controversy

শোয়ের পর্ব নিয়ে বিতর্ক: ওই বিতর্কিত পর্বে বলরাজ পরমজিৎ সিংহ ঘাই, সোনালি ঠাক্কর, বিপুল গয়াল, নিশান্ত জগদীশ তনওয়াররা ছিলেন। এই পর্ব নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এমনকি রণবীর (Ranbir Allahbadia) এবং সময়কে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : এক টিকিটেই হাওড়া ময়দান থেকে বিমানবন্দর, মাঝে কতবার মেট্রো বদল করতে হবে? জেনে রাখুন

কী বলেছে সুপ্রিম কোর্ট: বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচী কমেডিয়ানদের উদ্দেশে বলেন, আদালতের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন। এবার নিজেদের সোশ্যাল মিডিয়াতেও (Ranbir Allahbadia) একই ভাবে প্রকাশ্যে ক্ষমা চান। বিচারপতি জয়মাল্য বাগচী এও বলেন, রসিকতা জীবনের অঙ্গ। কিন্তু সংবেদনশীলতার মাত্রা ছাড়িয়ে গেলেই শুরু হয় সমস্যা। বাকস্বাধীনতার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিচারপতি। কমেডিয়ানরাও জানিয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইবেন।

আরও পড়ুন : ধনতেরাসে সোনা কিনবেন? সেপ্টেম্বরের শুরুতেই কমতে পারে দাম, কত সস্তা হবে হলুদ ধাতু?

গত ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে বিতর্কিত মন্তব্যের জেরে সব দিক দিয়ে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন রণবীর। তাঁর পডকাস্টে জারি হয়েছিল সাময়িক নিষেধাজ্ঞা। এমনকি রণবীরের পাসপোর্টও আটক করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য এই দুই নিষেধাজ্ঞাই উঠে যায়।