বাংলাহান্ট ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে আরব সাগরের ভয়াবহ ঘূর্ণিঝড় (cyclone) তওকতের (tauktae) জোড়া ধাক্কায় বেসামাল তিন রাজ্য। সোমবার রীতিমতো তাণ্ডব চলেছে কেরল, গুজরাট, মহারাষ্ট্রে। বেশ কয়েকজন বলি (bollywood) তারকা ঘূর্ণিঝড়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সোমবার রাতের ভয়াবহতার পর মঙ্গলবার সকাল থেকে অনেকটাই কম ঘূর্ণিঝড়ের দাপট। সোমবারের ঝড়ে লন্ডভন্ড অবস্থা রণবীর কাপুর ও আলিয়া ভাটের শখের অ্যাপার্টমেন্টের। মুম্বইয়ের বান্দ্রা স্থিত এই বাড়ির সামনের রাস্তায় ভেঙে পড়েছে এই বিশাল গাছ। রাস্তা সম্পূর্ণ বন্ধ। তারকা ফটোগ্রাফার ভাইরাল ভয়ানি শেয়ার করেছেন সেই ভিডিও।
সোমবার তওকতের তাণ্ডবে ভেসে গিয়েছে অমিতাভ বচ্চনের দফতর ‘জনক’ও। বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ঝড়ের মাঝে একবার ভূতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। সারা দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, জনকে জল ভর্তি যাওয়া, ভয়ঙ্কর। আমার কয়েকজন কর্মী যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানকার ছাদ উড়ে যায়। তারা জলে ভিজে যান। ভিজে ভিজেও তারা যেভাবে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমার আলমারি থেকে তাদের বদলানোর জন্য পোশাক দিয়েছি।
https://www.instagram.com/p/CPAEkXVjOfJ/?utm_medium=copy_link
শ্রুতি হাসান জানান, ঝড়ের দাপটে তাঁর বাড়ির জানলা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে গতকালের ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা জানান তিনি। তিনি আরো বলেন, গত বছর একা থাকার সময় এমন ঝড় হলে ভয় পেয়ে যেতেন তিনি।
চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় তওকতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই সোমবার রাত সাড়ে আটটা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওকতে। গুজরাটের পাশাপাশি কেরল ও মহারাষ্ট্রেও তাণ্ডব লীলা চালিয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে এখন ধীরে ধীরে শক্তি অনেকটাই কমে গিয়েছে ঝড়ের।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা