বাংলাহান্ট ডেস্ক: একসময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তিন খান শাহরুখ, আমির (Aamir Khan) এবং সলমন। আর এখন তাঁদেরই করুণ অবস্থা। তিন জনেরই ছবি বয়কটের ডাক দিয়েছে দর্শকরা। এমনকি যাঁরাই তাঁদের সমর্থনে কথা বলছেন বা আগে একসঙ্গে কাজ করেছেন, সকলেই নিশানা হচ্ছেন নেটনাগরিকদের রোষের। সাম্প্রতিক শিকার রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)।
লাল সিং চাড্ডার পর এবার টুইটারে ব্রহ্মাস্ত্র বয়কটের ডাক। এর আগেও বিতর্কে জড়িয়েছিল ব্রহ্মাস্ত্র। অভিযোগ উঠেছিল, রণবীর জুতো পরে মন্দিরের ঘন্টা বাজিয়েছেন। কিন্তু পরবর্তীকালে পরিচালক অয়ন মুখোপাধ্যায় স্পষ্ট করেন, ওটা মন্দির নয় বরং দূর্গাপুজোর একটি মণ্ডপ ছিল।
বিতর্ক তখনকার মতো স্তিমিত হয়ে গেলেও এখন ফের তেড়েফুঁড়ে উঠেছে। আর ক্ষোভও আগের থেকে অনেক গুণ বেশি। কিন্তু ঠিক কী কোন কারণে বয়কটের ডাক দেওয়া হচ্ছে রণবীর আলিয়ার ছবিকে? শুধুই কি ওই একটি কারণ? না, বরং কারণটা বেশ অদ্ভূত।
নেটনাগরিকদের অভিযোগ, রণবীর আমিরের এক সময়কার সহ অভিনেতা ছিলেন। ‘পিকে’ ছবিতে খুব কম সময়ের জন্য হলেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। পিকে ছবির বিষয়বস্তুর জন্যও আমিরের উপরে ক্ষোভ রয়েছে দর্শকদের একাংশের। ছবিতে হিন্দু দেবদেবীদের অপমানের অভিযোগ তোলা হয়েছিল।
এছাড়াও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির কিছু সংলাপ নিয়েও আপত্তি তুলেছেন নেটনাগরিকরা। কউন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন একবার ঘোমটা নিয়ে মন্তব্য করেছিলেন যা ভালভাবে নেননি অনেকেই।
ব্রহ্মাস্ত্রতে অভিনয় করেছেন বিগ বি। এছাড়া প্রযোজক করন জোহরের নেপোটিজম তত্ত্ব তো রয়েছেই। সব মিলিয়ে শিয়রে শমন ব্রহ্মাস্ত্রর। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর আলিয়ার ছবি। কতটা কী ব্যবসা করতে পারে সেদিকেই নজর থাকবে সবার।