বাংলাহান্ট ডেস্ক: একটু একটু করে ফিরছে বলিউডের (Bollywood) সুদিন। একটান খরা চলার পর সম্প্রতি কয়েকটি ছবি আশার আলো দেখাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তার মধ্যে একটি ‘শামশেরা’ (Shamshera)। রণবীর কাপুরের (Ranbir Kapoor) কামব্যাক ফিল্ম বলে গণ্য করা হচ্ছে এই ছবিটিকে। সেই মহামারির আগে ‘সঞ্জু’ ছবির পর ‘শামশেরা’র হাত ধরেই ফিরছেন রণবীর।
চার বছর পর বড়পর্দায় কামব্যাক। ছবির প্রচারে কোনো খামতি রাখেননি অভিনেতা অভিনেত্রীরা। কাল বাদে পরশু, শুক্রবার মুক্তি পাচ্ছে শামশেরা। আগাম টিকিট বুক করা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। আর টাকার অঙ্কটাও কিন্তু যথেষ্ট চমকপ্রদ।
রিপোর্ট বলছে, আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রথম দিনেই নাকি ২.০৬ কোটি টাকা তুলে ফেলেছে শামশেরা। সাম্প্রতিক কালে যেকটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে তাদের সবার থেকে ভাল এগোচ্ছে শামশেরা। এমনকি সুপারহিট ‘ভুলভুলাইয়া ২’ এর থেকেও শামশেরার আগাম বুকিং ভাল।
হিন্দি ছাড়া অন্য ভাষাতেও মুক্তি পাবে শামশেরা। এর মধ্যে ২.০২ কোটি টাকা উঠেছে হিন্দি ভাষায়। আর তেলুগুতে উঠেছে ৪ লক্ষ টাকা। ভুলভুলাইয়া ২ এর আগাম বুকিংয়ে উঠেছিল ৬.৬০ কোটি টাকা। শামশেরা সেই ছবিকেই ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। শামশেরা নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছে তাতে মনে করা হচ্ছে মুক্তির পর প্রথম দিনেই ১০ কোটি টাকার বেশি উঠে যাবে। চলতি বছরে সবথেকে বড় ওপেনিং হতে পারে শামশেরার।
প্রসঙ্গত, ১৮৭১ সালের প্রেক্ষাপটে শুরু হচ্ছে শামশেরার গল্প। এই প্রথম দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে। রয়েছে বানী কাপুরের লাস্যময়ী নাচ আর দুর্দান্ত সব সিনেম্যাটিক দৃশ্য। পরপর সব ছবি মুক্তি পাবে রণবীরের। পাশাপাশি আরো কিছু ছবির কাজ বাকি রয়ে গিয়েছে তাঁর।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা