দীপিকাকে নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করায় রেগে লাল রণবীর, সাংবাদিকদের দিলেন সপাটে জবাব

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় বলিউডের (Bollywood)  সবচেয়ে চর্চিত প্রেম কাহিনী ছিল রণবীর-দীপিকার (Ranbir Kapoor-Deepika Padukone) । ভক্তরা তাদের ভালবেসে ডাকতেন লাভ বার্ড নামে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির কাজ করতে গিয়ে একে অপরকে মন দিয়েছিলেন এই দুই তারকা। যদিও সেসব এখন অতীত।

সম্পর্ক ভাঙ্গন নিয়ে দীপিকা আগেই জানিয়েছিলেন, রণবীর নাকি চিট করেছিলেন তাকে। অন্য নায়িকার সঙ্গে অভিনেতাকে হাতেনাতে ধরেছিলেন দীপিকা। যদিও প্রফেশনাল জীবন এবং ব্যক্তিগত জীবন কখনই একসঙ্গে গুলিয়ে ফেলেননি এই দুই তারকা। আর সে কারণেই সম্পর্ক ভাঙ্গনের পরেও একসঙ্গে কাজ করতে দেখা গেছে তাদের।

Ranbir -Deepika

‘তামাশা’ ছবিতে একসঙ্গে জুটি দেখে হাজির হয়েছিলেন এই দুই তারকা। যদিও বক্স অফিসে সেভাবে সাফল্য আনতে পারেনি এই ছবি। ছবি মুক্তির আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দীপিকা-রণবীর। সে সময় তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি। তারা এখন কি করছেন সে কথাই জিজ্ঞাসা করেছিলেন তিনি।

Ranbir -Deepika

রেগে গিয়ে নয় বরং হাসিমুখে অভিনেতা জবাব দিয়েছিলেন। বলেন, ‘আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে ছবির শুটিং সেটে আসি। একইভাবে দীপিকাও সেই কাজ করেন। যদিও আমার আগেই সে পৌঁছে যায় সেটে। এরপর আমাদের পরিচালক যেভাবে কাজ করতে বলেন আমরা সেটা অনুসরণ করি’। রণবীরের মুখে এহেন কথা শুনে হেসে ফেলেছিলেন দীপিকা।

 

View this post on Instagram

 

A post shared by Ranbir Kapoor (@its_ranbir_world)

 

উল্লেখ্য, ২০২২ সালে আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর। প্লে বয় তকমা হারিয়ে তিনি হয়ে উঠেছেন সংসারিক। আপাতত মেয়ের রাহাকে নিয়ে ভীষণ ব্যস্ত এই তারকা জুটি। অন্যদিকে, ২০১৮ সালের রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা। সুখেই কাটছে তাঁর জীবন।

X