বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনাম থেকে সরবেন না, এমনি যেন প্রতিজ্ঞা করেছেন রানু মণ্ডল (ranu mondal)। গান গেয়ে হোক বা বিতর্কিত মন্তব্য করে, বারংবার লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নেন তিনি। প্রায়দিনই কোনো না কোনো ইউটিউবার রানুর বাড়িতে গিয়ে হানা দেয়। আর তিনিও তাদের সঙ্গে গল্প, আড্ডায় মেতে ওঠেন। এমনকি কখনো কখনো পা মেলান গানের তালেও।
সোশ্যাল মিডিয়া প্রেমীদের নাচের জন্য প্রিয় গান এখন ‘পুষ্পা’ (pushpa) ছবির সুপারহিট নাম্বার গুলি। ‘সামি সামি’ হোক বা ‘উ আনটাভা’, সবই হিট তালিকার উপরের দিকে জায়গা করে নিয়েছে। এবার রানু ও পুষ্পা যদি মিলে যায় তাহলে কেমন হবে? সম্প্রতি নেটপাড়ায় দেখা গিয়েছে এমনি দৃশ্য।
সামান্থা রুথ প্রভুর সুপারহিট আইটেম গান ‘উ আনটাভা’র সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে রানু মণ্ডলকে। পুষ্পারাজের স্টাইলে লুঙ্গি পরে নেচেছেন রানু। ব্যাকগ্রাউন্ডে চলছে ‘উ আনটাভা’। ভিডিও ভাইরাল হওয়ার থেকে আর আটকায় কে!
রানাঘাটের রেলস্টেশনের ভবঘুরে জীবন থেকে বলিউডের বিলাসবহুল জীবন, হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়েছিল রানুর। কিন্তু সেসব এখন অতীত। ফের রানাঘাটের ভাঙাচোরা ঘুপচি বাড়িতে এসে উঠেছেন রানু। শ্যাওলা ধরা পুরনো বাড়িতে একার সংসার তাঁর। জনপ্রিয়তা অস্তাচলে। প্রয়োজন ফুরোনোয় নিজের মেয়েও আর খোঁজ খবর রাখেন না মায়ের।
রানুর একার সংসারে মাঝে মধ্যেই ভিডিও বানানোর জন্য এসে হাজির হন ইউটিউবাররা। তাদের সঙ্গে কথা বলতে বলতে মাঝেমাঝেই আলটপকা মন্তব্য করে বসেন রানু। দিন কয়েক আগে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে নিজের তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন রানু।
https://www.facebook.com/tamal.ta.5/videos/459809579142863/
তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁকে সকলে রানাঘাটের লতা বলে। এত প্রশংসা করে। রানুর কেমন লাগে? উত্তরে রানু বলেন, “লতা মঙ্গেশকর বয়সের দিক থেকে বড়। কিন্তু আমি সম্মানে বড়। বয়সে এক নয়, কিন্তু সম্মানে এক।”
ভিডিও ভাইরাল হতে নিজ নিজ মত প্রকাশ করতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘লতাজির সঙ্গে তুলনা! এই মহিলাকে এখুনি বয়কট করা হোক।’ অনেকে আবার কটাক্ষ করেছেন, রানুর শিক্ষাদীক্ষা নেই। তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এমন বিতর্কিত মন্তব্য রানুর কাছে নতুন নয়। হিমেশ রেশমিয়া, সলমন খান, অরিজিৎ সিং এর সম্পর্কে আলটপকা মন্তব্য করে ট্রোল হয়েছেন তিনি। অনেকে সমালোচনা করেছে, অনেকে তাঁর পরিস্থিতির কথা মাথায় রেখে সহানুভূতি জানিয়েছে। তবে সমালোচনা, ট্রোল যতই হোক না কেন রানু রয়েছেন রানুতেই।