বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগেই একের পর এক বিপদ এসে পড়ছে ‘৮৩’র শিয়রে। রণবীর সিং (ranveer singh) ও দীপিকা পাডুকোন (deepika padukone) অভিনীত এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই উন্মাদনা তুঙ্গে ছিল। অবশেষে যখন মুক্তির সময় এগিয়ে আসছে তখনি বড়সড় বিপদ এসে দাঁড়াল ছবির সামনে। বড় জাঁদরেল প্রতিপক্ষর সামনে পড়েছে রণবীরের ৮৩।
বিষয়টা খুলেই বলা যাক। আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। মুক্তি পেয়েই ছক্কা হাঁকাতে শুরু করেছে এই ছবি। এদিকে আগামী সপ্তাহেই মুক্তি পাবে ৮৩। এমতাবস্থায় ছবির মুক্তি নিয়ে ভিন্ন মত পোষন করছেন প্রযোজক ও এক্সিবিটররা।
আসলে দুটি ছবি নিয়েই উন্মাদনা তুঙ্গে থাকলেও দর্শকদের পছন্দের খাতিরে এগিয়ে রয়েছে হলিউড ছবিই। ভোর ছটার শোও হাউজফুল হচ্ছে স্পাইডার ম্যানের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রিলায়েন্স এন্টারমেন্ট ৮৩ র জন্য প্রত্যেকটি সিঙ্গল স্ক্রিন চেয়েছে। পাশাপাশি বেশিরভাগ প্রাইম টাইম শো নিয়ে মাল্টিপ্লেক্সগুলিতেও বেশি সংখ্যায় আসন দাবি করেছে এই প্রযোজনা সংস্থা।
এমতাবস্থায় প্রেক্ষাগৃহের মালিকদের দাবি, যেহেতু প্রথম সপ্তাহে স্পাইডার ম্যানের ব্যবসা প্রচুর হতে চলেছে, সেকথা মাথায় রেখে দ্বিতীয় সপ্তাহে একেবারেই শো কমিয়ে দেওয়া উচিত হবে না। তবে সিঙ্গল স্ক্রিন মালিকরা একেবারেই প্রযোজনা সংস্থার কথা মানতে নারাজ নয়। তাদের বক্তব্য, যে ছবির পাল্লা ভারী হবে তাদেরই শো দেবেন তারা।
এমনকি পিভিআর এর মতো মাল্টিপ্লেক্সকেও পাশে পাননি পরিচালক কবীর খান। কিছুটা নরমে গরমে তাদের বক্তব্য, ৮৩ একটি বড় মাপের ছবি তাতে সন্দেহ নেই, কিন্তু আচমকা স্পাইডার ম্যানকে সরিয়ে ৮০ থেকে ৯০ শতাংশ প্রাইম টাইম শো এর দাবি করা ছবি নির্মাতাদের বাড়াবাড়ি বলেই মনে করছে সকলে।