বাংলাহান্ট ডেস্ক : দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনা নিয়ে দেশজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। লালকেল্লার কাছে ভয়াবহ বিষ্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১৩। আহত হয়েছেন বহু মানুষ। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি হামলার ঘটনাই অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ। এবার এই ঘটনায় সরাসরি প্রভাব পড়ল বলিউডে। দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনায় কার্যত মাথায় পড়েছে অভিনেতা রণবীর সিংয়ের।
দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) জেরে প্রভাব রণবীরের জীবনে
জানা গিয়েছে, রণবীরের আসন্ন ছবি ‘ধুরন্ধর’ এর ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১২ নভেম্বর। কিন্তু দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনার জেরে এই অনুষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ছবি নির্মাতারা। আপাতত এই প্রচারমূলক অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছে: সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, আগামী ১২ নভেম্বর বুধবার ধুরন্ধর ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল। সেইমতো প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল। কিন্তু দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই শোকের আবহে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান স্থগিত রাখা হল। আগামীতে ফের কবে হবে এই অনুষ্ঠান, তা এখনও স্পষ্ট করা হয়নি টিমের তরফে। পাশাপাশি ধর্মেন্দ্রর অসুস্থতার জেরেও উৎকণ্ঠা রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাই তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়েও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে গুঞ্জন।
আরও পড়ুন : প্রসূতি স্বাস্থ্য থেকে চোখের পরীক্ষা, ঘুরে ঘুরে পরিষেবা দেবে ১১০ টি ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র’
পিছিয়ে গেল শুটিং: ককটেল ২’ ছবির শুটিংও পিছিয়েছে বলে খবর। সপ্তাহ খানেকের মধ্যেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির প্রচণ্ড বায়ুদূষণের জেরে পিছিয়ে যায় শুটিং। তার মধ্যে আবার এই বিষ্ফোরণের (Delhi Blast) জেরে প্রভাব পড়ল শুটিংয়ে। সব মিলিয়ে বিনোদন জগতের উপরেও ছাপ পড়েছে দিল্লি বিষ্ফোরণের।
আরও পড়ুন : উপর্যুপরি মৃত্যুর ভুয়ো খবর, উৎকণ্ঠার প্রহর কাটিয়ে কেমন আছেন ধর্মেন্দ্র?
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৬ টা ৫২ নাগাদ লালকেল্লার কাছে ঘটে বিষ্ফোরণ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি চলন্ত গাড়িতে ঘটে বিষ্ফোরণ (Delhi Blast) । গাড়িটি লাল সিগন্যালে আসতেই ঘটে বিরাট বিষ্ফোরণ। ঘটনার অভিঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় ঘটনাস্থল। এই ঘটনায় এখনও কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় না নিলেও চলছে কড়া তদন্ত।












