বাংলাহান্ট ডেস্ক: পোশাক খুলে যে এমন বিপদে পড়তে হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি রণবীর সিং (Ranveer Singh)। অদ্ভূত ফ্যাশনের জন্য খ্যাতি তাঁর এমনিতে আছে। কিন্তু পোশাক পরার জন্য নয়, বরং খোলার জন্য আমজনতার রোষের মুখে পড়েছেন অভিনেতা। এক নামী ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর। তারপর থেকেই শুরু হয় তাঁর দুঃখের দিন।
সম্পূর্ণ সুতোবিহীন হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন রণবীর। কয়েকটি ছবিতে তাঁর পরনে অন্তর্বাস থাকলেও বেশিরভাগ ছবিই সম্পূর্ণ পোশাকহীন হয়েই তুলেছিলেন তিনি। তারপর থেকেই নেটনাগরিকদের অধিকাংশের সম্মিলিত ক্ষোভের মুখে পড়েন রণবীর। মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন অভিনেতা, এমনি অভিযোগ তুলে মামলাও দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ৫০৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৭ (এ) ধারায় মামলা দায়ের করেছিল মুম্বই পুলিস। ইতিমধ্যেই অভিনেতাকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিস। হাজিরাও দিয়েছিলেন রণবীর। গণ ২৯ অগাস্ট নিজের বয়ান রেকর্ড করান তিনি। সেখানে তিনি দাবি করেছেন, ফটোশুটে কিছু ছবি নাকি বিকৃত করা হয়েছে।
জানা যাচ্ছে, তদন্তে রণবীর দাবি করেছেন কিছু ছবি যেখানে তাঁর গোপনাঙ্গ বোঝা যাচ্ছে সেই ছবিগুলি বিকৃত করা হয়েছে। আসল ফটোশুটের অংশ নয় সেগুলো। মোট সাতটি ছবি তোলা হয়েছিল ফটোশুটে। তার মধ্যে একটি ছবিতে অভিনেতার গোপনাঙ্গ বোঝা যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। রণবীরের দাবি, ওই বিশেষ ছবিটি বিকৃত করা হয়েছে।
সংবাদ মাধ্যমকে পুলিসের তরফে জানানো হয়, ফটোশুটের মোট সাতটি ছবিই রণবীর তাঁদের দিয়েছেন। কিন্তু তার মধ্যে বিতর্কিত ছবিটি নেই। ওই ছবিটি তাঁর দাবি অনুযায়ী আদৌ বিকৃত নাকি নয়, তা জানতে ফরেন্সিকে পাঠানো হয়েছে।
এর আগে জিজ্ঞাসাবাদে পুলিসের কাছে রণবীর জানিয়েছিলেন, ফটোশুট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে যা যা বলা হয়েছিল, অভিনেতা হিসাবে তিনি সেটাই করেছেন। কোনো ছবিই তিনি নিজে প্রকাশ করেননি।