জট পাকানো চুল, চোখের তলায় কালি, এ কী অবস্থা গৃহবন্দি রণবীরের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Corona Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ৩৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। তাই যে যেমন ভাবে পারছেন মন থেকে দুশ্চিন্তা দূর করার চেষ্টা চালাচ্ছেন। তারকা থেকে সাধারন মানুষ সকলেই গৃহবন্দি হয়ে রয়েছেন। নিজেদের মতো সময় কাটাচ্ছেন সবাই। কেউ কেউ পরিবারের সঙ্গে আবার কেউ নিজের প্রিয় মানুষটার সঙ্গে উপভোগ করছেন এই আইসোলেশেনর সময়টা।

https://www.instagram.com/p/B-EpqOshnXH/?igshid=18q1vhqn65l44

এই তালিকায় রয়েছেন রণবীর সিং, দীপিকা পাডুকোনও। অন‍্যান‍্য তারকাদের মতো তাঁরাও রয়েছেন গৃহবন্দি। তবে একে অপরের সঙ্গে নেহাত মন্দ কাটছে না সময়। কিন্তু এই গৃহবন্দি অবস্থা কাটলে রণবীরকে আর নাও চেনা যেতে পারে। সেই চেনা পরিচিত রণবীর বদলে যেতে পারেন একেবারেই। বড় বড় চুল, চোখের নীচে কালি, তাঁর অভিনীত চরিত্র আলাউদ্দিন খিলজির মতোই দেখতে হতে পারে তাঁকে। নিজের এই লুকের ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেতা।

https://www.instagram.com/p/B-DTjyZhRSC/?igshid=1ilvggx2hbvv3

প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে জরুরি পরিষেবার কর্মীদের জন‍্য থালা বাসন, ঘন্টা বাজিয়ে ধন‍্যবাদ জ্ঞাপন করেন রণবীর ও দীপিকা। তুমুল ভাইরাল হয় সেই ভিডিও।

X