কাউন্সেলিংয়ের নামে বয়েজ হস্টেলে ডেকে আচ্ছন্ন করে ধর্ষণ! কসবার পর এবার শিরোনামে জোকা IIM

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কসবা ল কলেজের ঘটনা নিয়ে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। এর মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ। এবারও কলকাতার এক নামী শিক্ষা প্রতিষ্ঠান। IIM জোকার (Joka IIM) বয়েজ হস্টেলে ধর্ষণের মারাত্মক অভিযোগ আনলেন এক তরুণী। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তরুণী। কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডেকে অকথ্য নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। হরিদেবপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। এরপরই গ্রেফতার করা হয় দ্বিতীয় বর্ষের ওই ম্যানেজমেন্ট পড়ুয়াকে।

কসবার পর জোকা IIM এর (Joka IIM) বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ

শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। তিনি অভিযোগ করেছেন, কাউন্সেলিং সেশনের নাম করে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। অন্য কাজে দরকার আছে বলে জানিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় বয়েজ হস্টেলে। সেখানে তাঁকে পিৎজা এবং জল খেতে দেওয়া হয় বলে জানান নির্যাতিতা (Joka IIM)। এর পরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই সুযোগ নিয়েই তাঁর উপরে অকথ্য নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

Rape allegation in joka IIM boys hostel

মারধোর করা হয় বলেও অভিযোগ: নির্যাতিতার বয়ান অনুসারে, বয়েজ হস্টেলে (Joka IIM) ঢোকার সময় তাঁকে ভিজিটরস বুকে সই করতে দেওয়া হয়নি। হস্টেলের ভেতর তাঁকে খাবার খেতে দেওয়া হলে সেটা খেয়েই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে মারধোরও করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

আরও পড়ুন : ‘যেখানে হিন্দু বেশি সেখানে যান’, কাশ্মীর নিয়ে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

গ্রেফতার হয়েছেন একজন: তরুণী দাবি করেছেন, তাঁর সম্বিত ফিরলে তিনি দেখতে পান, বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন তিনি। প্রথমে ঠাকুরপুকুর থানায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে হরিদেবপুর থানায় যেতে বলা হয়। শুক্রবারই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই ম্যানেজমেন্ট পড়ূয়াকে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় নমুনা। পাশাপাশি IIM জোকা (Joka IIM) কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে পুলিশ।

আরও পড়ুন : ভারত-চিন সংঘাত নিয়ে আসছে অ্যাকশন ফিল্ম, এই নায়িকা জুটি বাঁধছেন সলমনের সঙ্গে

আরজিকর কাণ্ডের পর এখনও এক বছরও হয়নি। তার মধ্যেই পরপর শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ উঠছে। কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার পর এখনও এক মাস হতে পারেনি। যে ঘটনার জেরে ফের তোলপাড় হল গোটা রাজ্য, তারপরেও এই ধরণের ঘৃণ্য ঘটনায় লাগাম নেই। জোকা IIM এ ধর্ষণের অভিযোগ আবারও বড়সড় প্রশ্ন তুলে দিল নারী নিরাপত্তায়।