বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের আগেই রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। তৃণমূল-বিজেপি ( TMC – BJP ) একে অপরের দিকে একাধিক দুর্নীতির অভিযোগে কাঁদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। এরই মধ্যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের ( Rape ) অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল পানাগড় ও বুদবুদে।
তৃণমূলের দেওয়াল লিখনেই ওপর গলসির বিজেপি প্রার্থী ( Golsi BJP Candidate ) তপন বাগদির ( Tapan Bagdi ) বিরূদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে পড়ল পোস্টের। যাতে লেখা আছে, – ‘আপনি কি জানেন বিজেপি প্রার্থী তপন বাগদি ধর্ষণের মামলায় অভিযুক্ত। মামলা আদালতের বিচারাধীন। এই প্রার্থী কি মা-বোনেদের সুরক্ষা দেবে”। তবে কে বা কারা এটি করেছে তা নিয়ে কিছু জানা না গেলেও, পোস্টারের ( Poster ) নীচে লেখা আছে ‘মা ও বোনেরা’।
যদিও বেলা গড়াতেই এই পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিজেপির ( BJP ) তরফে অভিযোগের আঙ্গুল শাসকদলের দিকে তোলা হলেও, তৃণমূলের জেলা সহ সভাপতি জাকির হোসেন বলেন, ‘ এটি বিজেপির অন্দরের লড়াই। বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর মত সময় তৃণমূলের নেই।’
উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা ( BJP Candidate List ) ঘোষিত হওয়ার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে নেতা ও কর্মী-সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ বেশ কয়েকদিন ধরে চোখে পড়ছে সবারই । এদিনের এই পোস্টের বিতর্কও বিজেপির অন্দরের গোষ্ঠী কোন্দলের ফল বলে মনে করছে রাজনৈতিক মহলে। তবে এহেন ঘটনা যে, ভোটের মুখে বিজেপি নেতৃত্বদের অস্বস্তিতে ফেলে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।