ভোটের মুখে BJP প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পোস্টার ঘিরে তুমুল শোরগোল

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের আগেই রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। তৃণমূল-বিজেপি ( TMC – BJP ) একে অপরের দিকে একাধিক দুর্নীতির অভিযোগে কাঁদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। এরই মধ্যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের ( Rape ) অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল পানাগড় ও বুদবুদে।

তৃণমূলের দেওয়াল লিখনেই ওপর গলসির বিজেপি প্রার্থী ( Golsi BJP Candidate ) তপন বাগদির ( Tapan Bagdi ) বিরূদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে পড়ল পোস্টের। যাতে লেখা আছে, – ‘আপনি কি জানেন বিজেপি প্রার্থী তপন বাগদি ধর্ষণের মামলায় অভিযুক্ত। মামলা আদালতের বিচারাধীন। এই প্রার্থী কি মা-বোনেদের সুরক্ষা দেবে”। তবে কে বা কারা এটি করেছে তা নিয়ে কিছু জানা না গেলেও, পোস্টারের ( Poster ) নীচে লেখা আছে ‘মা ও বোনেরা’।

Rape Allegation Poster

যদিও বেলা গড়াতেই এই পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিজেপির ( BJP ) তরফে অভিযোগের আঙ্গুল শাসকদলের দিকে তোলা হলেও, তৃণমূলের জেলা সহ সভাপতি জাকির হোসেন বলেন, ‘ এটি বিজেপির অন্দরের লড়াই। বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর মত সময় তৃণমূলের নেই।’

উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা ( BJP Candidate List ) ঘোষিত  হওয়ার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে নেতা ও কর্মী-সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ বেশ কয়েকদিন ধরে চোখে পড়ছে সবারই । এদিনের এই পোস্টের বিতর্কও বিজেপির অন্দরের গোষ্ঠী কোন্দলের ফল বলে মনে করছে রাজনৈতিক মহলে। তবে এহেন ঘটনা যে, ভোটের মুখে বিজেপি নেতৃত্বদের অস্বস্তিতে ফেলে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।


সম্পর্কিত খবর