ধর্ষণের সাজা ফাঁসি, কঠোর আইন আনল বাংলাদেশ সরকার

Published On:

ভারতের মতো বাংলাদেশেও (Bangladesh)   প্রতিদিনই বাড়ছে ধর্ষণের (rape) ঘটনা। কিছুদিন আগেই স্বামীর সামনেই স্ত্রীকে গনধর্ষনের ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। এবার ধর্ষণ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ সরকার।

ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান আনছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন সে দেশের আইনমন্ত্রী আনিসুল হক।

জানা যাচ্ছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এবার থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদন্ডের বিধান কার্যকর করা যাবে। এতদিন শুধুমাত্র ধর্ষণ ও খুনের ক্ষেত্রেই ফাঁসি দেওয়া যেত সেই দেশে।

গত কয়েকমাসে একের পর এক ধর্ষণ ঘিরে এই মুহুর্তে উত্তাল বাংলাদেশ। রাষ্ট্রপুঞ্জ সতর্কও করেছে সে দেশের সরকারকে। ধর্ষণে শাসকদলের অনুগামী ছাত্র সংগঠনের যোগ মেলায় উত্তাল হয়েছে রাজনীতি। প্রতিদিনই চলছে মিছিল, বিক্ষোভ, মানব বন্ধন। এবার ধর্ষণ রুখতে সরকার যে যথেষ্ট তৎপর ফাঁসির সাজা এনে সেই বার্তাই দিল হাসিনা সরকার।

প্রসঙ্গত, যেহেতু সংসদ অধিবেশন বসছে না, তাই আগামীকালই (মঙ্গলবার) রাষ্ট্রপতির অধ্যাদেশ জারীর মাধ্যমে এটি কার্যকর করা হবে।

 

 

 

X