বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরিয়া লড়াই করেও জয় পায়নি আফগানিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে একটিও জয় না পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। কিন্তু তারা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে লড়াইটা পেশ করেছিল সেই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে অনেক ক্রিকেটপ্রেমীই। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেনি তারা। নয়তো কে বলতে পারে একটা অঘটন হয়তো অপেক্ষা করত ক্রিকেট ভক্তদের জন্য।
কাল আফগানিস্তান দলের সবচেয়ে বেশি প্রশংসা যিনি করিয়েছেন তিনি হলেন অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খান। কাল বল হাতে তিনি বিপদজনক মার্কাস স্টোইনিসকে ফিরিয়েছিলেন। তিনি শুনলে দুঃখই পাবেন যে এখনও তাকে শুধুমাত্র একজন বোলার হিসেবেই দেখে গোটা বিশ্ব। অতীতে তিনি অনেকবার প্রমাণ দিয়েছিলেন যে তিনি একজন ভালো অলরাউন্ডার। কাল ফের একবার সেটাই প্রমাণ করলেন রশিদ। ২৩ বলে ৪৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলে তিনি আফগানিস্তানকে প্রায় জয় এনে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
পরিসংখ্যান বলছে গতকাল শেষ ওভারে জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। যে স্টোইনিসের উইকেট রশিদ তুলেছিলেন, শেষ ওভারে সেই স্টোইনিসকেই আক্রমণ করে ১৬ রান করেছিলেন রশিদ। এবার এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে এসেছে যার সঙ্গে জড়িত পাকিস্তানের বর্তমান অধিনায়ক ও ওপেনার বাবর আজম।
পরিসংখ্যান বলছে রশিদ খান কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে যত রান করেছেন গোটা টুর্নামেন্টেই তত রান করতে পারেননি বাবর আজম।এক ভারতীয় ক্রিকেটভক্ত এই পরিসংখ্যানটি সামনে এনেছেন। বাবর আজম চলতি টুর্নামেন্টে কতটা খারাপ ফর্মে রয়েছেন সেটা বোঝানোর জন্য এই পরিসংখ্যানটিই যথেষ্ট।
চলতি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে ০, জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ এবং পাকিস্তানের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ রান করে আউট হয়েছে পাকিস্তানের অধিনায়ক। সব মিলিয়ে গোটা টুর্নামেন্টে এখনো অবধি ৪ ম্যাচ খেলে ১৪ রান করেছেন তিনি। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাটিং করে সেই খরা কাটানোর সুযোগ থাকছে বাবরের সামনে।