ফের শুরু হতে চলেছে এই ব্যক্তির সঙ্গে রতন টাটার পুরোনো লড়াই! আগামী ৯ মার্চ শুনানি সুপ্রিম কোর্টে

বাংলা হান্ট ডেস্ক: রতন টাটা এবং সাইরাস মিস্ত্রির মধ্যে আবারও শুরু হতে চলেছে লড়াই। বর্তমান পরিস্থিতিতে ঠিক এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল। গত সোমবার সুপ্রিম কোর্ট ২০২১ সালের মার্চের সিদ্ধান্তের বিরুদ্ধে সাইরাসের ইনভেস্টমেন্ট সংস্থাগুলির পর্যালোচনার পিটিশন গ্রহণ করেছে।

পাশাপাশি, সুপ্রিম কোর্ট ২০২১ সালের মার্চ মাসে টাটা সন্সের পক্ষে রায়ও দেয়। শীর্ষ আদালত ২০১৯ সালের ডিসেম্বরে জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনালের (NCLAT) সিদ্ধান্ত বাতিল করেছিল যা সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের বোর্ডে পুনর্বহাল করে এবং বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের নিয়োগকে “বেআইনি” বলে অভিহিত করে।

এখন প্রধান বিচারপতি এনভি রমনা ও বিচারপতি এএস বোপান্না বিষয়টি শুনতে রাজি হয়েছেন এবং শুনানির জন্য এটি আগামী ৯ মার্চের জন্য তালিকাভুক্ত করেছেন। এই প্রসঙ্গে টাটা সন্সের প্রতিনিধিত্বকারী সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিংভি বলেছেন, তিনি তথ্য পেয়েছেন যে রিভিউ পিটিশনটি মৌখিক শুনানির জন্য রাখা হয়েছে। সিংভি আরও জানান, ৯ মার্চ আদালতে শুধু মৌখিক শুনানি হবে যে, রিভিউ পিটিশনের পরবর্তী করণীয় কী হতে পারে।

সাইরাস মিস্ত্রি ২০২১-এর ২৬ মার্চ পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, যা তাঁকে টাটা সন্সের চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্তকে জারি রাখে। গত বছরের একটি রায়ে, NCLAT ২০১৯ সালের ডিসেম্বরের সিদ্ধান্তকে একপাশে রেখে সাইরাস মিস্ত্রির অপসারণের পক্ষে ছিল, যা তাঁকে টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে পুনর্বহাল করার নির্দেশ দেয়।

পাশাপাশি, আদালত সাইরাস ইনভেস্টমেন্টস এবং স্টার্লিং ইনভেস্টমেন্টস, মিস্ত্রি পরিবারের অন্তর্গত এই দু’টি বিনিয়োগ সংস্থার দাবি প্রত্যাখ্যান করেছে। এটি ক্ষমতাচ্যুত সংখ্যালঘুদের উপর নিপীড়নের একটি কাজ হিসেবে পরিগণিত হয়।

ওই সময়ে বিচারকরা পর্যবেক্ষণ করে জানিয়েছিলেন, “এটি খুব ভালভাবে মীমাংসা করা হয়েছে যে, অসফল ব্যবসায়িক সিদ্ধান্ত এবং পরিচালকের পদ থেকে একজন ব্যক্তির অপসারণকে সংখ্যালঘুদের স্বার্থের প্রতি নিপীড়ন বা প্রতিকূলতামূলক কাজ হিসাবে বিবেচিত করা যায় না।”

111123054027 ratan tata

আদালত আরও বলেছে যে, শেয়ার বিবাদের ক্ষেত্রে উভয় পক্ষই আইনি ব্যবস্থা নিতে পারে। মামলাটি অক্টোবর ২০১৬ সালে টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে বরখাস্ত করার সাথে সম্পর্কিত। ২০১৬-র ডিসেম্বরে, সাইরাস ইনভেস্টমেন্টস এবং স্টার্লিং ইনভেস্টমেন্টসের সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের হয়রানি এবং অব্যবস্থাপনার অভিযোগে টাটা সন্স NCLAT-তে অভিযোগ জানায় এবং সাইরাসকে মিস্ত্রিকে অপসারণের চ্যালেঞ্জও জানায়।

এই প্রসঙ্গে ২০১৭ সালের একটি রায়ে NCLAT ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরিচালকের পদ থেকে মিস্ত্রিকে অপসারণের পক্ষে ছিল। NCLAT বলেছিল যে, টাটা সন্সের পরিচালনায় সংক্ষিপ্ত নোটিশে বোর্ড মিটিং করা বা শেষ মুহূর্তে আইটেম এজেন্ডা (মিস্ত্রিকে তার শীর্ষ পদ থেকে অপসারণ) স্থাপন করাকে জালিয়াতি হিসাবে আখ্যায়িত করা যায় না। পাশাপাশি, ২০১৯ এর ডিসেম্বরে, NCLAT সাইরাস পালোনজি মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান এবং টাটা গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর হিসাবে তাঁর বাকি মেয়াদের জন্য পুনর্বহাল করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর