বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম প্রাচীন ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা গ্রুপের (Tata Group) ব্যবসা একদম লবণ তৈরি থেকে শুরু করে বিমান পরিষেবা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমতাবস্থায়, টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে (Ratan Tata) চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বর্ষীয়ান শিল্পপতির উদার মনোভাব এবং সহজ-সরল-অনাড়ম্বর জীবনযাপন সবাইকেই আকৃষ্ট করে। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যা।
তবে, এবার টাটা একটি রেকর্ড তৈরি করেছেন। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। শুধু তাই নয়, তিনি আরেক ভারতীয় শিল্পপতি তথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকে (Ananad , Mahindra) একটি বিশেষ পরিসংখ্যানের ভিত্তিতে পেছনে ফেলে নজির গড়েছেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
সোশ্যাল মিডিয়ায় উপস্থিত রতন টাটা: জানিয়ে রাখি যে, রতন টাটা সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও তাঁর করা যেকোনো পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি কুকুর সম্পর্কিত দু’টি পোস্ট করেছিলেন। যার একটিতে তিনি বর্ষাকালে পথকুকুরদের আশ্রয় দেওয়ার এবং তাদের রক্ষা করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি, অন্য একটি পোস্টে তিনি তাঁর অফিসের কর্মচারীদের দ্বারা খুঁজে পাওয়া একটি কুকুরের মালিককে খুঁজে বের করার অনুরোধ করেছিলেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল সংখ্যক ফলোয়ার্স রয়েছে এবং তিনি এই বিষয়ে একটি নতুন রেকর্ডও তৈরি করেছেন।
আরও পড়ুন: এবার দেশজুড়ে দাপিয়ে বেড়াবে গরিবের “বন্দে ভারত”, প্রকাশ্যে এল লোকোমোটিভ, কবে শুরু চলাচল?
সর্বোচ্চ সংখ্যক ফলোয়ারের রেকর্ড গড়েছেন টাটা: মঙ্গলবার প্রকাশিত Hurun India Rich List ২০২৩ অনুযায়ী, ভারতীয় কর্পোরেট সেক্টরের ধনকুবের রতন টাটার X মাধ্যমে সবচেয়ে বেশি ফলোয়ার্স রয়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার কাছে। ওই রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলো করা ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে এখন সবার প্রথমে রয়েছেন রতন টাটা। রতন টাটার ফলোয়ার্স সংখ্যা বেড়ে ১২.৬ মিলিয়ন হয়েছে।
আরও পড়ুন: মণিপুরের থেকেও ছোট, তবে ক্ষমতা অপরিসীম! একসঙ্গে ৮ ইসলামিক দেশকে একাই হারিয়েছিল ইজরায়েল
এক বছরে এত বেড়েছে ফলোয়ার্স: উল্লেখ্য যে, Hurun India এবং 360 One Wealth যৌথভাবে ধনীদের তালিকা প্রকাশ করেছে। জানা গিয়েছে, গত এক বছরে রতন টাটার X মাধ্যমে ফলোয়ার্সের সংখ্যা অনেকটাই বেড়েছে। শুধু এক বছরের মধ্যেই তাঁর ফলোয়ার্স সংখ্যা ৮ লক্ষ বৃদ্ধি পেয়েছে। এদিকে এই বৃদ্ধির কারণে বর্তমানে তাঁর ১২.৬ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। জানিয়ে রাখি যে, Hurun প্রতিবছর এই তালিকা প্রকাশ করে এবং ধনীদের সম্পদের পরিসংখ্যানের পাশাপাশি অন্যান্য বিষয়গুলিও তালিকায় তুলে ধরা হয়।
টপকে গিয়েছেন আনন্দ মাহিন্দ্রাকে: ৮৪ বছর বয়সী ভারতীয় শিল্পপতি রতন টাটা ফলোয়ার্সের বিচারে হারিয়ে দিয়েছেন আনন্দ মাহিন্দ্রাকে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। জানা গিয়েছে, টুইটারে আনন্দ মাহিন্দ্রার ফলোয়ার্সে সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে এবং বর্তমানে এই সংখ্যা হল ১০.৮ মিলিয়ন। জানিয়ে রাখি যে, আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন এবং তাঁর করা পোস্টগুলি তুমুল ভাইরালও হয়। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের বিষয় ছাড়াও, অনুপ্রেরণামূলক পোস্ট করেন। যেগুলি খুব সহজেই সকলের পছন্দ হয়।