বাংলাহান্ট ডেস্কঃ আবারও দেশভক্তির প্রমাণ দিলেন টাটা মোটরসের (Tata Motors) রতন টাটা (Ratan Tata)। মিলিটারি এয়ারক্র্যাফট (military aircraft) ম্যানুফ্যাকচারিং-র পথে এবার টাটা মোটরস। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতাবল আরও বাড়য়ে তুলতে এবার মিলিটারি এয়ারক্র্যাফট ম্যানুফ্যাকচারিং করবে টাটা মোটরস।
বিভিন্নভাবে দেশকে সাহায্য করলেও, বিভিন্ন ধরণের প্রোজেক্ট করলেও এই ধরণের প্রজেক্টে এই প্রথম হাত দিতে চলেছে টাটা মোটরস। সম্প্রতি করোনা ভ্যাকসিন দূর দূরান্তে পৌঁছে দেওয়ার জন্য নিম্ন তাপমাত্রার রেজ্রিজারেটর গাড়ি বানিয়ে ভারত সরকারকে অনেক বড় সাহায্য করেছে টাটা মোটরস। এবার এগিয়ে এসেছে সেনা সাহায্যে।
মিলিটারি এয়ারক্র্যাফট তৈরির মাঠে নতুন হওয়ায় টাটা মোটরস জার্মানির প্রাইভেট জেট কোম্পানি গ্রপ এরো স্পেসের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুসারে তাদের গ্রপ G180 SPM প্ল্যাটফর্মের ইন্টালেকচ্যুয়াল প্রোপার্টি রাইটস কিনে নিয়েছে। যার দরুণ টাটা মোটরস এবার সেনাদের জন্য প্রস্তুত এই এয়ারক্র্যাফট ভারতেই প্রস্তুত করতে পারবে।
টাটার হাত ধরে এই প্রথম কোন ভারতীয় প্রাইভেট কোম্পানি ভারতীয় সেনাদের জন্য মিলিটারি এয়ারক্র্যাফট প্রস্তুত করবে। এমনকি এই মিলিটারি এয়ারক্র্যাফট ব্যাঙ্গালোরে ৩ রা ফেব্রুয়ারী অর্থাৎ আজ থেকে শুরু হতে চলা Aero India 2021 অনুষ্ঠানেও প্রদর্শন করবে।
প্রায় ৪১ হাজার ফুট উপরে আকাশপথে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবে এই মিলিটারি এয়ারক্র্যাফট। প্রয়োজনে তা ৪৫ হাজার ফুট উপরেও উঠতে পারবে। রেঞ্জ ১৮০০ নটিক্যাল মাইলস, একসঙ্গে প্রায় ৬-৭ ঘন্টা ধরে আকাশে উড়তে সক্ষম হবে। সঙ্গে করে ১ হাজার কিলোগ্রাম ওজন বহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফট। তবে এই মিলিটারি এয়ারক্র্যাফটের বিশেষ ক্ষমতা হল- এটি যে কোন পরিস্থিতিতে মাটিতে অবতরণ করা যাবে। জানা গিয়েছে, ভবিষ্যতে এই এয়ারক্র্যাফটকে আরও মডিফাই করা যেতেও পারে।