লাইনে দাঁড়াতে হবে না! এবার ATM থেকেই মিলবে রেশন! দুর্দান্ত উদ্যোগ রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থা সম্বন্ধে কমবেশি আমরা প্রত্যেকেই জানি। এদেশের বহু পরিবার দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশনের ওপর নির্ভরশীল। প্রত্যেক মাসে রেশন দোকানের সামনে লাইন দিয়ে এই সামগ্রী সংগ্রহ করেন তাঁরা। তবে এবার আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। বরং রেশন কার্ড ঢোকালেই চাল দেবে এটিএম (Ration ATM)!

এবার এটিএম (Ration ATM) থেকে মিলবে রেশনের চাল!

রেশন ব্যবস্থা সম্বন্ধে যেমন আমরা সকলেই জানি, তেমনই এটিএমের কথাও কারোর অজানা নয়। যে কোনও সময় এখান থেকে নগদ টাকা তোলা যায়। পরবর্তী পানীয় জলের এটিএম সহ একাধিক ব্যবস্থা চালু হয়েছে। এবার রেশনের ক্ষেত্রে নেওয়া হল এই উদ্যোগ। এবার এটিএম থেকে রেশনের চাল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

এমনিতে রেশনের জন্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সামনে লাইন দিতে হয়। দুয়ারে রেশনের মতো উদ্যোগ নেওয়া হলেও সেখানেও ভিড় চোখে পড়ে। তবে এবার আর এসবের ঝামেলা রইল না। পিডিএসের সামনে লাইন না দিয়ে সোজা এটিএম (ATM) থেকে চাল তুলে নিতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুনঃ আরজি করে সেদিন রাতে কী ঘটেছিল? সিসিটিভি ফুটেজে ফাঁস হাড়হিম করা তথ্য!

এই সুবিধা পেতে রেশন উপভোক্তাকে প্রথমে রেশন এটিএম কাউন্টারে আসতে হবে। এরপর সেখানে থাকা মেশিনে টাচ করে নিজের রেশন কার্ড নম্বর দিতে হবে। বায়োমেট্রিক যাচাই হয়ে গেলেই কাউন্টার থেকে পাওয়া যাবে খাদ্য সামগ্রী। জানা যাচ্ছে, এই ধরণের কাউন্টার থেকে ২৫ কেজি অবধি চাল সংগ্রহ করা যাবে।

এই ব্যবস্থার ফলে একদিকে যেমন ২৪X৭ পরিষেবা পাবেন রেশন গ্রাহকরা, তেমনই কারচুপিও বন্ধ হবে। অর্থাৎ এক উদ্যোগের ফলে একাধিক সুবিধা মিলবে। তবে বলে রাখি, এই পরিষেবা কিন্তু সমগ্র দেশে চালু হয়নি। আপাতত শুধুমাত্র ওড়িশায় এই পরিষেবা চালু করা হয়েছে।

Ration ATM

জনগণের সুরাহা করতে সেই রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওড়িশার মঞ্চেশ্বরে দেশের প্রথম এই রেশন এটিএম (Ration ATM) খোলা হয়েছে। এটিএম থেকে যেভাবে টাকা তোলা হয়, সেভাবেই এই কাউন্টার থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন গ্রাহকরা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর